Ajker Patrika

সৌদির লোভনীয় প্রস্তাব কেন ফিরিয়ে দিলেন ব্রাজিলের ফুটবলার 

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৭: ৪৬
সৌদির লোভনীয় প্রস্তাব কেন ফিরিয়ে দিলেন ব্রাজিলের ফুটবলার 

দলবদলের মৌসুম এলেই শোনা যায় নানা রকম গুঞ্জন। তারকা ফুটবলারদের ক্ষেত্রে সেটা আরও বেশি হয়। বিশেষ করে সৌদি আরবের ক্লাব ফুটবলে যাওয়ার ব্যাপারে ইদানীং বেশি কথাবার্তা চলছে। ব্রাজিলের রিচার্লিসনের কাছে তেমন প্রস্তাব এলেও সেটা তিনি ফিরিয়ে দিয়েছেন। 

রিচার্লিসনকে কিনতে আগ্রহী সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল—এমন খবর কদিন আগেই শোনা গেছে। ব্রাজিলের ফরোয়ার্ড ইএসপিন ব্রাজিলকে সেটা নিশ্চিতও করেছেন। কত অঙ্কের টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, তা জানাননি ঠিকই। তবে যেহেতু সেটা সৌদি আরবের লিগ এবং অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ হওয়ায় অনেক তারকা খেলোয়াড় ইউরোপ ছেড়ে পাড়ি জমাচ্ছেন, তখন কোটি কোটি টাকার প্রস্তাব আসাই স্বাভাবিক। ইএসপিএনকে রিচার্লিসন বলেন, ‘আমার জন্য প্রস্তাব ছিল। তবে ব্রাজিলের জার্সিতে এবং প্রিমিয়ার লিগে খেলাকেই বেশি প্রাধান্য দিচ্ছি আমি। টাকা অনেক বেশি। কিন্তু স্বপ্ন আরও বড়।’

এভারটন ছেড়ে টটেনহামে রিচার্লিসন এসেছেন ২০২২ সালে। ৯০০ কোটি টাকায় তখন তাঁর সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয় টটেনহামের। দুই বছরে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে খেলেন ৬৬ ম্যাচ। করেছেন ১৫ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৮ গোলে। রিচার্লিসনের আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু ২০১৮ সালে। ৬ বছরে ব্রাজিলের জার্সিতে খেলেছেন ৪৮ ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে ২০ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৮ গোলে।  

ক্রিস্টিয়ানো রোনালদো ২০২৩ সালে  আল নাসরে যাওয়ার পর থেকেই সৌদিতে তারকা ফুটবলারদের সংখ্যা বাড়তে থাকে। সৌদিতে রোনালদোর সতীর্থ সাদিও মানে আগে খেলতেন লিভারপুলে। এনগোলো কান্তে, রিয়াদ মাহরেজের মতো তারকারাও সৌদিতে খেলছেন বিভিন্ন ক্লাবে। রাজকীয় প্রস্তাবে নেইমার গত বছর পাড়ি জমিয়েছেন আল হিলালে। তবে চোটের কারণে সৌদি দলটিতে সেভাবে খেলার সুযোগই হয়নি তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত