বিশ্বের কুখ্যাত ১০ জলদস্যু
জলদস্যুরা শত শত বছর ধরে আমাদের কল্পনায় বিশেষ এক জায়গা দখল করে নিয়েছে। এর কারণ জলদস্যুদের ভয়াবহতার নানা কাহিনি, ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সাগরে রোমাঞ্চকর অভিযান ও তাদের গুপ্তধন। ব্ল্যাকবিয়ার্ড থেকে শুরু করে অ্যানি বনি, এই সব জলদস্যুরা যে শুধু অপরাধী ছিলেন তা নয়, তারা প্রকৃতপক্ষে পরিণত হয়েছেন কিংবদন্তিতে। চলুন