আমন কাটা শুরু, অনুকূল আবহাওয়ায় স্বস্তিতে চাষি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আমন ধান কাটা শুরু হয়েছে। মৌসুমের শুরুতে অতিবৃষ্টি, মাঝখানে অনাবৃষ্টি, পোকার আক্রমণ ও ঘূর্ণিঝড় সিত্রাং—সব মিলিয়ে নানা প্রতিকূলতা পেরিয়ে আমন ধান কাটা শুরু করেছেন চাষিরা। মাঠের ফসল ঘরে তুলতে দিনরাত কাজ করছেন তাঁরা। তবে আশানুরূপ ফলন না হওয়ায় কিছুটা হতাশা প্রকাশ করেছেন অনেকে।