Ajker Patrika

রামনাথের বসতভিটা উদ্ধার, হবে পাঠাগার

হবিগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিশ্বখ্যাত পর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ‘রামনাথ বিশ্বাস স্মৃতি পাঠাগার’-এর নামে সাইনবোর্ড টানানো হয়েছে।

গতকাল সোমবার দুপুরে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. হাবিবুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল করিম ও চেইনম্যান নূরুল আমীন উপস্থিত হয়ে সাইনবোর্ডটি টানান। এ সময় বানিয়াচং থানার উপপরিদর্শক রাকিব হাসানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে উপস্থিত ছিল।

সার্ভেয়ার মো. হাবিবুর রহমান জানান, হবিগঞ্জ জেলা প্রশাসকের নামে রেকর্ডভুক্ত ১/১ নম্বর খতিয়ানের ১ একর ১৬ শতাংশ ভূমি রামনাথ বিশ্বাস স্মৃতি পাঠাগারের জন্য প্রস্তাবিত ভূমি উল্লেখ করে সাইনবোর্ড টানানো হয়েছে।

জানা গেছে, বানিয়াচং উপজেলার আমীরখানী মৌজায় পর্যটক রামনাথ বিশ্বাসের পারিবারিক ভূসম্পত্তির প্রায় সাড়ে চার একর ভূমি দখল করে রাখেন স্থানীয় এক ব্যক্তি। ইতিমধ্যে তিন একরের চেয়ে বেশি ভূমি দখলদার বিভিন্ন জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে নিজেদের নামে রেকর্ড করে নেন। এর মধ্যে মোট ৯টি দাগের ১ একর ১৬ শতাংশ ভূমি রেকর্ডভুক্ত করতে পারেননি। সেই ভূমি হবিগঞ্জ জেলা প্রশাসকের নামে রেকর্ডভুক্ত হয়েছে।

পর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের বিদ্যাভূষণপাড়ায়। তিনি বাইসাইকেলে বিশ্ব ভ্রমণ করেছিলেন। তাঁর লেখা ভ্রমণবিষয়ক বই রয়েছে প্রায় ৪০টি।

সহকারী কমিশনার (ভূমি)  ইসফাত আরা জামান উর্মি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল সোমবার দুপুর ১২টায় আমরা বিদ্যাভূষণপাড়ায় রামনাথ বিশ্বাসের বাড়িটি পুনরুদ্ধার করেছি। এক একর ভূমি দখলমুক্ত করে সেখানে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি।’

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, ‘এই ভূমি আমাদের ১/১ খতিয়ানভুক্ত। বর্তমানে ভূমি আমাদের দখলে রয়েছে। সময়, সুযোগ ও বরাদ্দ সাপেক্ষে এই ভূমিতে রামনাথ বিশ্বাসের নামে স্মৃতি পাঠাগার স্থাপন করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত