Ajker Patrika

বাঁধ কাটল প্রভাবশালী, পানির হাহাকার চাষির

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
বাঁধ কাটল প্রভাবশালী, পানির হাহাকার চাষির

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরের বাঁধ কেটে পানি শুকিয়ে মাছ শিকারের অভিযোগ উঠেছে প্রভাবশীলীদের বিরুদ্ধে। এতে পানির অভাবে ৩০০ একর জমি অনাবাদি থাকার আশঙ্কা রয়েছে।

কৃষকদের অভিযোগ, শান্তিগঞ্জ উপজেলার পিঠাপশী গ্রামের পশ্চিমে জাইর হাওরের বন হাইর বাঁধটি প্রতি বছর পিঠাপশী গ্রামবাসীর অর্থায়নে মেরামত করা হয়। মেরামতের পর এতে সেচের জন্য হাওরের পানি সংরক্ষণ করা হয়। চলতি বছরও হাওরে বোরো জমি চাষাবাদ শুরু করেছেন বর্গাচাষি ও সম্পন্ন গৃহস্থেরা।

২ নভেম্বর ভোরে ঘোড়াডুম্বুর গ্রামের আকিকুর রহমান আকিকসহ গ্রামের আরও ১০-১২ জন জাইর হাওরে পানি সংরক্ষণের জন্য করা বন হাইর বাঁধটি কেটে দেন। এতে পিঠাপশী গ্রামের প্রায় ৫০০ কৃষক পরিবারের ৩০০ একর বোরো জমি পানির অভাবে অনাবাদি থাকার আশঙ্কা রয়েছে।

পিঠাপশী গ্রামের ষাটোর্ধ্ব কৃষক নায়েব আলী বলেন, ‘হাওরে আমার ৩০ কেদার (৪৩ শতাংশে ১ কেদার) জমি রয়েছে। মাছ ধরার জন্য গ্রামের প্রভাবশালী ঘোড়াডুম্বুর গ্রামের আকিকুর রহমান আকিকসহ তাঁর লোকজন পাশের গ্রাম থেকে এসে আমাদের পানি রক্ষার জন্য করা বাঁধ কেটে দিয়েছেন এবং মাছ ধরেছেন। এখন আমাদের জমিতে সেচ দেওয়ার মতো পানি না থাকায় বোরো জমি চাষাবাদ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’

পিঠাপশী গ্রামের গৃহস্থ ইলিয়াছ মিয়া বলেন, ‘আমাদের হাওরের অধিকাংশ জমি সাধারণ কৃষক ও বর্গাচাষিরা চাষাবাদ করে থাকেন। আমিও আমার অধিকাংশ জমি বর্গাচাষিদের দিয়ে চাষাবাদ করাই। এখন পানির অভাবে জমি চাষাবাদ করা প্রায় অসম্ভব। পার্শ্ববর্তী বোঘলা নদী থেকে পানি আনা সম্ভব হলেও অতিরিক্ত অর্থ ও পরিশ্রম দুটোই করতে হবে।’

পিঠাপই গ্রামের কৃষক ও সাবেক চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, ‘আমি নিজেও একজন কৃষক এবং স্থানীয় হাওরে প্রায় ৩০০ একর জমি রয়েছে। অধিকাংশ জমি হতদরিদ্র লোকজন বর্গাচাষি হিসেবে চাষবাস করেন। এখন প্রভাবশালীরা পানি শুকিয়ে মাছ ধরার কারণে কৃষকদের বোরো জমি চাষাবাদ বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।’

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের নয়, গ্রামবাসীর তৈরি করা বাঁধ। তাই বিষয়টি নিয়ে শান্তিগঞ্জ থানা-পুলিশকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত