Ajker Patrika

কাঠ খোদাই করে সবুজ তৈরি করলেন প্রধানমন্ত্রীর ভাস্কর্য

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১২: ৪৩
কাঠ খোদাই করে সবুজ তৈরি করলেন প্রধানমন্ত্রীর ভাস্কর্য

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিনমজুর সবুজ তজু প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আনন্দে আত্মহারা। এ আনন্দে কৃতজ্ঞতাবোধে প্রধানমন্ত্রীকে উপহার দিতে কাঠ খোদাই করে তৈরি করেছেন তাঁরই (প্রধানমন্ত্রী) ভাস্কর্য।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা-বাগানের দিনমজুর সবুজ তজুর অভাবের সংসার। বাগানে মাটির দেয়ালের নড়বড়ে এক ঘরে কোনো রকমে বাস তাঁর। শ্রীমঙ্গল উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয়ক তাজুল ইসলামের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন তাঁকে প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর দেন। এ ঘর পেয়ে সবুজের পরিবারে যেন আনন্দের সীমা নেই। তাই কৃতজ্ঞতাবোধ থেকেই সবুজ প্রধানমন্ত্রীকে একটি ভাস্কর্য উপহার দেওয়ার চিন্তা করেন। বিষয়টি নিয়ে তিনি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে উৎসাহ দেন এবং প্রধানমন্ত্রীর একটি ছবিও উপহার দেন। সবুজ এই ছবি দেখেই প্রধানমন্ত্রীর ভাস্কর্য তৈরি করেন।

সবুজ বলেন, ‘প্রায় দেড় মাস সময় নিয়ে একটি গাছ খোদাই করে ৪৩ ইঞ্চি লম্বা প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল একটি নিখুঁত ভাস্কর্য তৈরি করেছি। এখন ইচ্ছা এটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া।’

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘আমাদের নির্ভরতার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একেবারে তৃণমূল পর্যন্ত মানুষ ভালোবাসে; এই ভাস্কর্যটি তারই একটি নিদর্শন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারত কেন বেজার

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

মব সৃষ্টি করে নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

পুতিন যুদ্ধ বন্ধে ‘অস্বীকৃতি জানানোয়’ রাশিয়ার ওপর ট্রাম্পের ‘প্রথম’ নিষেধাজ্ঞা

এলাকার খবর
Loading...