কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকায় একটি রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানার বর্জ্য ফেলা হচ্ছে গোগালীছড়া পাহাড়ি ছড়ায়। ফলে ওই বিষাক্ত বর্জ্য ছড়ার পানির সঙ্গে মিশে হাকালুকি হাওরে গিয়ে পড়ছে। এতে ছড়ার পানিতে থাকা মাছ ও হাঁস মরে দুর্গন্ধে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ।
স্থানীয়রা কারখানাটি সেখান থেকে অন্যত্র স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। মৌলভীবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এ কর্মস্থলে আমি নতুন দায়িত্ব নিয়েছি। তাই বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখব।’
স্থানীয়রা জানান, ২০২১ সালে কুলাউড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে গোগালী ছড়ার পাড় ঘেঁষে ন্যাশনাল লোটেক্স অ্যান্ড এগ্রো কেমিক্যাল নামে একটি রাবার প্রক্রিয়াজাত কারখানা স্থাপন করা হয়।
কারখানাটিতে রাবার প্রক্রিয়াজাত করার সময় বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই গন্ধ যখন মানুষের নাকে লাগে তখন বমির উপক্রম হয়। ঘরবাড়িতে থাকা যায় না দুর্গন্ধে।
এ ছাড়া কারখানার বিষাক্ত বর্জ্য ওই এলাকা দিয়ে প্রবাহিত পাহাড়ি ছড়ার পানির সঙ্গে হাকালুকি হাওরে গিয়ে মিশেছে। কারণ কারখানার কেমিক্যালযুক্ত বর্জ্য পাইপ দিয়ে ফেলা হয় গোগালীছড়ায়।
এতে দূষিত হয়ে পড়ছে ছড়ার পানি। গত দেড় মাসে ছড়ার দূষিত পানিতে এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ২০টি, কদর আলীর ২৩টি ও কামরুল ইসলামের ২৮টি হাঁস মারা যায়।
ন্যাশনাল লোটেক্স অ্যান্ড এগ্রো কেমিক্যালের প্রধান উদ্যোক্তা মো. রিয়াদ জানান, পৌরসভার ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়েই ব্যবসা শুরু করেছেন।
তিনি আরও বলেন, নদীর দুই কূলে মানুষ খোলা পায়খানা স্থাপন করে রেখেছে। এ কারণে দুর্গন্ধ আর ছড়ার পানি দূষিত হচ্ছে। একটি পক্ষ তাদের হয়রানির উদ্দেশ্যে এসব অভিযোগ করছে বলে জানান তিনি।
মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকায় একটি রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানার বর্জ্য ফেলা হচ্ছে গোগালীছড়া পাহাড়ি ছড়ায়। ফলে ওই বিষাক্ত বর্জ্য ছড়ার পানির সঙ্গে মিশে হাকালুকি হাওরে গিয়ে পড়ছে। এতে ছড়ার পানিতে থাকা মাছ ও হাঁস মরে দুর্গন্ধে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ।
স্থানীয়রা কারখানাটি সেখান থেকে অন্যত্র স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। মৌলভীবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এ কর্মস্থলে আমি নতুন দায়িত্ব নিয়েছি। তাই বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখব।’
স্থানীয়রা জানান, ২০২১ সালে কুলাউড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে গোগালী ছড়ার পাড় ঘেঁষে ন্যাশনাল লোটেক্স অ্যান্ড এগ্রো কেমিক্যাল নামে একটি রাবার প্রক্রিয়াজাত কারখানা স্থাপন করা হয়।
কারখানাটিতে রাবার প্রক্রিয়াজাত করার সময় বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই গন্ধ যখন মানুষের নাকে লাগে তখন বমির উপক্রম হয়। ঘরবাড়িতে থাকা যায় না দুর্গন্ধে।
এ ছাড়া কারখানার বিষাক্ত বর্জ্য ওই এলাকা দিয়ে প্রবাহিত পাহাড়ি ছড়ার পানির সঙ্গে হাকালুকি হাওরে গিয়ে মিশেছে। কারণ কারখানার কেমিক্যালযুক্ত বর্জ্য পাইপ দিয়ে ফেলা হয় গোগালীছড়ায়।
এতে দূষিত হয়ে পড়ছে ছড়ার পানি। গত দেড় মাসে ছড়ার দূষিত পানিতে এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ২০টি, কদর আলীর ২৩টি ও কামরুল ইসলামের ২৮টি হাঁস মারা যায়।
ন্যাশনাল লোটেক্স অ্যান্ড এগ্রো কেমিক্যালের প্রধান উদ্যোক্তা মো. রিয়াদ জানান, পৌরসভার ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়েই ব্যবসা শুরু করেছেন।
তিনি আরও বলেন, নদীর দুই কূলে মানুষ খোলা পায়খানা স্থাপন করে রেখেছে। এ কারণে দুর্গন্ধ আর ছড়ার পানি দূষিত হচ্ছে। একটি পক্ষ তাদের হয়রানির উদ্দেশ্যে এসব অভিযোগ করছে বলে জানান তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪