Ajker Patrika

কারখানার বর্জ্য পাহাড়ি ছড়ায়, মরছে মাছ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কারখানার বর্জ্য পাহাড়ি ছড়ায়, মরছে মাছ

মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকায় একটি রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানার বর্জ্য ফেলা হচ্ছে গোগালীছড়া পাহাড়ি ছড়ায়। ফলে ওই বিষাক্ত বর্জ্য ছড়ার পানির সঙ্গে মিশে হাকালুকি হাওরে গিয়ে পড়ছে। এতে ছড়ার পানিতে থাকা মাছ ও হাঁস মরে দুর্গন্ধে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ।

স্থানীয়রা কারখানাটি সেখান থেকে অন্যত্র স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। মৌলভীবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এ কর্মস্থলে আমি নতুন দায়িত্ব নিয়েছি। তাই বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখব।’

স্থানীয়রা জানান, ২০২১ সালে কুলাউড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে গোগালী ছড়ার পাড় ঘেঁষে ন্যাশনাল লোটেক্স অ্যান্ড এগ্রো কেমিক্যাল নামে একটি রাবার প্রক্রিয়াজাত কারখানা স্থাপন করা হয়।

কারখানাটিতে রাবার প্রক্রিয়াজাত করার সময় বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই গন্ধ যখন মানুষের নাকে লাগে তখন বমির উপক্রম হয়। ঘরবাড়িতে থাকা যায় না দুর্গন্ধে।

এ ছাড়া কারখানার বিষাক্ত বর্জ্য ওই এলাকা দিয়ে প্রবাহিত পাহাড়ি ছড়ার পানির সঙ্গে হাকালুকি হাওরে গিয়ে মিশেছে। কারণ কারখানার কেমিক্যালযুক্ত বর্জ্য পাইপ দিয়ে ফেলা হয় গোগালীছড়ায়।

এতে দূষিত হয়ে পড়ছে ছড়ার পানি। গত দেড় মাসে ছড়ার দূষিত পানিতে এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ২০টি, কদর আলীর ২৩টি ও কামরুল ইসলামের ২৮টি হাঁস মারা যায়।

ন্যাশনাল লোটেক্স অ্যান্ড এগ্রো কেমিক্যালের প্রধান উদ্যোক্তা মো. রিয়াদ জানান, পৌরসভার ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়েই ব্যবসা শুরু করেছেন।

তিনি আরও বলেন, নদীর দুই কূলে মানুষ খোলা পায়খানা স্থাপন করে রেখেছে। এ কারণে দুর্গন্ধ আর ছড়ার পানি দূষিত হচ্ছে। একটি পক্ষ তাদের হয়রানির উদ্দেশ্যে এসব অভিযোগ করছে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত