Ajker Patrika

বন্দুক দিয়ে পাখি শিকার

হবিগঞ্জ প্রতিনিধি
বন্দুক দিয়ে পাখি শিকার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়ার বিরুদ্ধে বন্দুক দিয়ে পাখি শিকারের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার বানিয়াচং থানায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী এই ডায়েরি করেন।

তোফায়েল আহমেদ চৌধুরী জানান, বন্দুক দিয়ে পাখি শিকার ও পাচারজনিত কারণে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় জিডি করা হয়েছে। স্থানীয় এক সংবাদমাধ্যমে বানিয়াচং উপজেলার উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া চেয়ারম্যানের বন্দুক দিয়ে পাখি শিকারের ছবি ও খবর প্রকাশিত হয়, যা থেকে জানা যায়, তিনি লক্ষ্মীবাউড় ও এর আশপাশের এলাকায় বন্দুক দিয়ে পাখি শিকারে লিপ্ত। স্থানীয় মানুষ বাধা দিলেও তিনি কোনো কর্ণপাত না করে বিভিন্ন সময়ে পাখি শিকার করছেন।

পাখি শিকার ও পাচার করা বাংলাদেশ বন্য প্রাণী (নিরাপত্তা) আইন ২০১২-এ দণ্ডনীয় অপরাধ।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বন বিভাগের পক্ষ থেকে জিডি করা হয়েছে। পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন দেবে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলার উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া। তিনি বলেন, ‘বন্দুক দিয়ে পাখি শিকারের যে ছবিটি ছড়ানো হয়েছে সেটি আমার নয়। অস্পষ্ট একটি ছবি দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিরোধীপক্ষ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত