ভরা মৌসুমেও ইলিশের খরা জেলেদের মলিন চেহারা
চট্টগ্রামের সীতাকুণ্ডের জেলেরা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে যান। সারা বছর বিভিন্ন ধরনের মাছ ধরলেও এ সময় ইলিশ শিকার করেন তাঁরা। কিন্তু এবার প্রত্যাশা অনুযায়ী ইলিশ না পেয়ে হতাশা নিয়ে ফিরতে হয়েছে। কারণ যে ইলিশ পেয়েছেন, তা দিয়ে নৌকার জ্বালানি খরচই মেটানো যাবে না।