সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগর। চারদিকে কড়া পাহারা। বছরের পর বছর ধরে দুর্গম এলাকাটির পাহাড় ন্যাড়া করে গড়ে তোলা হয় বিশাল এক সাম্রাজ্য। প্লট বিক্রি থেকে শুরু করে মাদক, খুন—কী ছিল না এখানে। অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল জায়গাটি।
বিশাল এলাকাটির নিয়ন্ত্রণ নিতে একপর্যায়ে মাঠে নামে প্রশাসন। ২০২২ সালের জুলাইয়ে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের গ্রেপ্তারে প্রশাসন স্বস্তির নিশ্বাস ফেলে। এক সপ্তাহ আগে অভিযান দিয়ে উচ্ছেদ করা হয় অনেক অবৈধ স্থাপনা। কিন্তু উচ্ছেদের পরদিন থেকেই ফের এলাকাটির দখল নিয়েছে ভূমিদস্যুরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযান ঠেকাতে সলিমপুর ও আলীনগরে যাওয়ার পাঁচটি রাস্তার মাঝখানে ৬ ফুট গভীর গর্ত খুঁড়েছে দখলদারেরা। এলাকায় অবস্থান নিয়েছে একাধিক মামলার আসামি ও সন্ত্রাসীরা। তারা প্রকাশ্যে মহড়া দেওয়ার পাশাপাশি উচ্ছেদ করা খাসজমিতে ফের ঘর তৈরি করছে। সম্প্রতি সরকারি গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেপ্তার জেলহাজতে থাকা ইয়াসিনের নির্দেশে এসব ঘর তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। এর আগে গত মঙ্গলবার জেলা প্রশাসনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর ও আলীনগরে অভিযান চালানো হয়। এ সময় খাসজমিতে গড়ে তোলা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জঙ্গল সলিমপুরে ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে ১৩টি সমবায় সমিতির নামে পাহাড় কেটে অবৈধভাবে প্লট তৈরি করে বিক্রি হচ্ছিল। সমিতির নেতারা ৩০ বছর ধরে নন-জুডিশিয়াল স্ট্য়াম্পের মাধ্যমে খাসজমির দখল বিক্রি করে আসছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, আলীনগরের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন জেলে বসে প্রশাসনের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন। শুধু তা-ই নয়, জেলে থাকা ইয়াছিন নির্দেশ দিয়েছেন, যাঁরা তাঁর কাছ থেকে প্লট (সরকারি জায়গার দখলস্বত্ব) কিনেছেন, তাঁরা যেন দুই-তিন দিনের মধ্যে প্লট বুঝে নিয়ে স্থাপনা তৈরি করেন। পরে তিনি আর জায়গা দেবেন না। যাঁরা তাঁর কাছ থেকে লাখ লাখ টাকায় দখলস্বত্ব কিনেছেন, তাঁরা ফের স্থাপনা তৈরি করেছেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘জেলে বসে আলীনগরে নতুন নতুন ঘর তৈরির নির্দেশ দিয়েছিল ইয়াছিন।’
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগর। চারদিকে কড়া পাহারা। বছরের পর বছর ধরে দুর্গম এলাকাটির পাহাড় ন্যাড়া করে গড়ে তোলা হয় বিশাল এক সাম্রাজ্য। প্লট বিক্রি থেকে শুরু করে মাদক, খুন—কী ছিল না এখানে। অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল জায়গাটি।
বিশাল এলাকাটির নিয়ন্ত্রণ নিতে একপর্যায়ে মাঠে নামে প্রশাসন। ২০২২ সালের জুলাইয়ে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের গ্রেপ্তারে প্রশাসন স্বস্তির নিশ্বাস ফেলে। এক সপ্তাহ আগে অভিযান দিয়ে উচ্ছেদ করা হয় অনেক অবৈধ স্থাপনা। কিন্তু উচ্ছেদের পরদিন থেকেই ফের এলাকাটির দখল নিয়েছে ভূমিদস্যুরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযান ঠেকাতে সলিমপুর ও আলীনগরে যাওয়ার পাঁচটি রাস্তার মাঝখানে ৬ ফুট গভীর গর্ত খুঁড়েছে দখলদারেরা। এলাকায় অবস্থান নিয়েছে একাধিক মামলার আসামি ও সন্ত্রাসীরা। তারা প্রকাশ্যে মহড়া দেওয়ার পাশাপাশি উচ্ছেদ করা খাসজমিতে ফের ঘর তৈরি করছে। সম্প্রতি সরকারি গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেপ্তার জেলহাজতে থাকা ইয়াসিনের নির্দেশে এসব ঘর তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। এর আগে গত মঙ্গলবার জেলা প্রশাসনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর ও আলীনগরে অভিযান চালানো হয়। এ সময় খাসজমিতে গড়ে তোলা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জঙ্গল সলিমপুরে ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে ১৩টি সমবায় সমিতির নামে পাহাড় কেটে অবৈধভাবে প্লট তৈরি করে বিক্রি হচ্ছিল। সমিতির নেতারা ৩০ বছর ধরে নন-জুডিশিয়াল স্ট্য়াম্পের মাধ্যমে খাসজমির দখল বিক্রি করে আসছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, আলীনগরের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন জেলে বসে প্রশাসনের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন। শুধু তা-ই নয়, জেলে থাকা ইয়াছিন নির্দেশ দিয়েছেন, যাঁরা তাঁর কাছ থেকে প্লট (সরকারি জায়গার দখলস্বত্ব) কিনেছেন, তাঁরা যেন দুই-তিন দিনের মধ্যে প্লট বুঝে নিয়ে স্থাপনা তৈরি করেন। পরে তিনি আর জায়গা দেবেন না। যাঁরা তাঁর কাছ থেকে লাখ লাখ টাকায় দখলস্বত্ব কিনেছেন, তাঁরা ফের স্থাপনা তৈরি করেছেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘জেলে বসে আলীনগরে নতুন নতুন ঘর তৈরির নির্দেশ দিয়েছিল ইয়াছিন।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৬ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫