পুলিশের ছয় মামলা, সিসি ক্যামেরার আওতায় জঙ্গল সলিমপুর
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের অবৈধ বসতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় ছয়টি মামলা করেছে পুলিশ। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে গত মঙ্গলবার দিবাগত রাতে মামলাগুলো করা হয়।