Ajker Patrika

পছন্দের মেয়েকে বিয়ে করতে সম্মতি না দেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৫৭
পছন্দের মেয়েকে বিয়ে করতে সম্মতি না দেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পছন্দের মেয়েকে বিয়ে করতে সম্মতি না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন আরেক ছেলে আবুল কালাম রুবেল। 

আজ মঙ্গলবার বেলা ১টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ এলাকার বাবু কলোনিতে এই ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মো. বেলাল হোসেন (৬০)। নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব সুরলিক্কা এলাকার মৃত আবুল বাশারের ছেলে তিনি। কাজের সুবাদে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ এলাকায় বসবাস করছেন বেলাল। অভিযুক্ত হেলাল (১৯) তাঁর ছেলে।

এদিকে এ ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, পরিদর্শক (তদন্ত) সুমন বণিক ও ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ভাইয়ের ছুরিকাঘাতে আহত রুবেল জানান, তাঁর ভাই হেলালের সঙ্গে মুন্সিগঞ্জের এক কিশোরীর মোবাইলের ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার দুপুরে খাবার সময় হেলাল বাবাকে এই সম্পর্কের কথা জানান এবং পছন্দের মেয়েকে বিয়ে করাতে চাপ দেন। কিন্তু তাঁর প্রস্তাবে তাঁর বাবা রাজি না হওয়ায় হেলাল ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে বাবার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হেলাল ঘরের আলমারি ও মূল্যবান জিনিসপত্র ভাঙচুর শুরু করেন। 

রুবেল আরও জানান, এ অবস্থা দেখে বাবা ক্ষিপ্ত হয়ে লাঠি হাতে হেলালকে শাসন করতে ছুটে যান। এ সময় উত্তেজিত হয়ে হেলাল তাঁর বাবাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। বাবাকে বাঁচাতে তিনি ছুটে গেলে তাঁর ভাই তাঁকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীদের সহায়তায় তাঁর বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি জানান, হত্যাকাণ্ডের খবর পেয় ওসিসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে সুমন বণিক জানান, পছন্দের মেয়েকে বিয়ে করাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত যুবক ছুরিকাঘাতে তাঁর বাবাকে হত্যা করেছেন। হত্যাকাণ্ডের পর এলাকা ছেড়ে পালিয়ে গেছেন অভিযুক্ত ওই ছেলে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য বৃদ্ধের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত