Ajker Patrika

উচ্ছেদ, আলটিমেটামেও অনড়

সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
উচ্ছেদ, আলটিমেটামেও অনড়

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের অভয়ারণ্যখ্যাত জঙ্গল সলিমপুরের আলীনগর পাহাড়ের অবৈধ বসতি সরিয়ে নেননি বসবাসকারীরা। সরে যেতে প্রশাসন গত ৩০ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিলেও এখনো ৫ শতাধিক পরিবার বাস করছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে, আলীনগরে সরকারি খাসজমি দখল করে অবৈধভাবে বসবাস করা পরিবারগুলোকে ৩০ আগস্টের মধ্যে সরে যেতে বলা হয়। এরপর বিভিন্ন সময় মাত্র ৬৫-৭০ পরিবার তাদের সব মালামালসহ পরিবার নিয়ে আলীনগর ছেড়ে যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে ৩ হাজার ১০০ একর পাহাড় দীর্ঘকাল অবৈধভাবে দখলে রেখে তা কেটে প্লট বানিয়ে বিক্রি করেছে বেশ কয়েকটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র। সরকার ওই এলাকায় যেন আর কোনো পাহাড় কাটা না হয়, সে জন্য সেখানে পরিবেশবান্ধব নানা উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে।

সম্প্রতি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে প্রথম দফায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ৪০০ পরিবারের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইতিমধ্যে এখানকার অবৈধ দখলদারদের কবলে থাকা ৭০০ একর খাসজমি উদ্ধার করা হয়। বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার পর আলীনগরের ৩ হাজারের বেশি বিক্ষুব্ধ নারী-পুরুষ মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেন। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশ ৭টি মামলা করে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আলীনগরের সরকারি খাসজমিতে অবৈধভাবে বসবাস করা দু্ই শতাধিক পরিবার স্বেচ্ছায় তাদের অবৈধ বসতি ছেড়ে যেতে চাইলেও সেখানকার সন্ত্রাসী চক্র তাদের বের হতে দিচ্ছে না বলে জানিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত