Ajker Patrika

গভীর সাগরে লাইফবোটের ইঞ্জিন বিকল, ৯৯৯-এ কল দিয়ে উদ্ধার যাত্রীরা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৯: ৩৩
Thumbnail image

চট্টগ্রামের সীতাকুণ্ডের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া একটি যাত্রীবাহী লাইফবোটের যাত্রীদের উদ্ধার করেছে কুমিরা নৌ-পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে মাঝসাগরে আটকে পড়া প্রায় ৭০ যাত্রীকে উদ্ধার করে উপকূলে নেওয়া হয়েছে। 

আজ শনিবার বেলা ১১টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী-সন্দ্বীপ ঘাটে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্ল্যাহ। 

মো. একরাম উল্ল্যাহ বলেন, ‘শনিবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর থেকে ইঞ্জিন বিকল হয়ে একটি লাইফবোটের যাত্রীদের আটকে পড়ার বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক গুলিয়াখালী-সন্দ্বীপ ঘাটে গিয়ে দুটি লাল বোট নিয়ে আটকা পড়া ৭০ জন যাত্রীকে নিরাপদে উপকূলে নিয়ে আসি।’ 

নৌ-পুলিশের সহায়তায় উদ্ধার হয় সমুদ্রে আটকে পড়া একটি লাইফবোট। ছবি: আজকের পত্রিকাফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্ল্যাহ আরও বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে কুমিরা ও বাঁশবাড়িয়া ঘাট বন্ধ রাখা হয়েছে। কিন্তু সন্দ্বীপের গাছুয়া ঘাট থেকে শনিবার সকালে ৬০-৭০ জন যাত্রী নিয়ে একটি লাইফবোট গুলিয়াখালী ঘাটে আসার সময় ইঞ্জিন বিকল হয়ে মাঝসাগর আটকে যায়। বোটটি আটকে যাওয়ার কিছুক্ষণ পর আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পাশাপাশি বৃষ্টি শুরু হলে বোটে আটকে পড়া যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হাবিব খান নামে বোটে আটকে পড়া একজন যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বরে কল করে তাঁদের উদ্ধারে সহায়তা চান। পরে জরুরি সেবার মাধ্যমে জানতে পেরে তাঁদের উদ্ধার করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত