প্রাচীন স্থাপত্যশৈলীর বরুনা মসজিদ এলাকার গর্ব
কত আগের মসজিদ এটি। কে-বা নির্মাণ করেছেন, এর কোনো তথ্যই নেই এলাকাবাসীর কাছে। শুধু এটুকুই নাম তার বড় মসজিদ। নির্মাণ স্থাপত্যশৈলী দেখলে বোঝা যায় এটি প্রাচীনকালের। নাম বরুণা বড় জামে মসজিদ। শুধু এ একটি বিষয় থেকেই অনুমান করা যায় এটি কত আগে প্রতিষ্ঠিত হয়েছে।