Ajker Patrika

পাকুন্দিয়ায় বাড়ছে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগী

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৫: ৩৭
পাকুন্দিয়ায় বাড়ছে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগী

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডায়রিয়া রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত এক সপ্তাহে তুলনামূলকভাবে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই অন্তত তিন থেকে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। তবে প্রয়োজনীয় পরামর্শ ও স্বাস্থ্যসেবা দিয়ে তাঁদের সারিয়ে তোলা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত। তাঁদের দায়িত্বরত চিকিৎসকেরা প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দিচ্ছেন। যাঁদের অবস্থা কিছুটা খারাপ, তাঁদের ভর্তি করাচ্ছেন। প্রতিদিনই ৩ থেকে ৪ জনকে হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তাঁরা। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের খাবার স্যালাইন ও ডায়রিয়া চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ মজুত রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রীষ্ম মৌসুমের শুরুতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। বছরের অন্য সময়ের তুলনায় এ সময় মানুষকে ডায়রিয়ার আক্রান্ত হতে বেশি দেখা যায়। ঘরোয়া উপায়ে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ চিকিৎসাসেবা নিয়ে বা স্থানীয় ওষুধের দোকানগুলো থেকে ওষুধ নিয়ে কেউ কেউ সুস্থ হন। তবে যাদের অবস্থা বেশি খারাপ হয়, তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ২ থেকে ৩ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

পৌর এলাকার ফার্মেসি মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে প্রচুর খাবার স্যালাইন ও ডায়রিয়ার ওষুধ বিক্রি হচ্ছে। এই সময়ে মানুষকে ডায়রিয়ার আক্রান্ত হতে বেশি দেখা যায়। তাই এ ধরনের ওষুধপত্র বেশি বেচাকেনা হচ্ছে।

সেবক সূত্রধর নামে আরেকজন বলেন, ‘গরম এসেছে। আবহাওয়া দিনে একরকম থাকে রাতে আরেকরকম। এতে অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। পরিবারের দুজনের এ সমস্যা দেখা দেয়। পরে চিকিৎসকের পরামর্শ নিয়ে সবাই সুস্থ হই।’

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূর এ আলম খান বলেন, এই সময়ে ডায়রিয়ার প্রকোপ দেখা যায়। কিছুদিন ধরে এ রোগে আক্রান্ত হয়ে অনেকেই চিকিৎসাসেবা নিতে হাসপাতালে ভিড় করেছেন। তাঁদের পর্যাপ্ত চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে। যাদের অবস্থা খারাপ, তাদের ভর্তি করানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত