Ajker Patrika

সাত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিককে সংবর্ধনা

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৩: ৪১
সাত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিককে সংবর্ধনা

নরসিংদীতে সাতজন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নরসিংদী প্রেসক্লাব। মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গত মঙ্গলবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সংবর্ধনাপ্রাপ্তদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। তাঁদের উপহার দেওয়া হয় ক্রেস্ট ও প্রাইজমানি।

যাদের সংবর্ধনা দেওয়া হয় তাঁরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর বিক্রম (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহার (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা বাদল কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা প্রীতি রঞ্জন সাহা, বীর মুক্তিযোদ্ধা সাধন দাস, বীর মুক্তিযোদ্ধা হারিছুল হক ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন। তাঁরা সাংবাদিকতা পেশায় নিযুক্ত।

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সেক্টরস কমান্ডারস ফোরাম ৭১ জেলা শাখার সভাপতি আবদুল মোতালিব পাঠান, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত