Ajker Patrika

সীমানা পুনর্বিন্যাসের দাবি

সিলেট প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৯: ৩৮
সীমানা পুনর্বিন্যাসের দাবি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্ধিত এলাকার ঘোষিত ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের সীমানা নিয়ে আপত্তির শুনানি সম্পন্ন হয়েছে। গত বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় নিজ নিজ এলাকার আপত্তির বিষয়টি তুলে ধরেন লিখিত আপত্তিকারকদের পক্ষের প্রতিনিধিরা।

শুনানিতে সিটি করপোরেশনের বর্ধিত এলাকার ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের জন্য জোরালো দাবি জানান স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁরা তাঁদের আপত্তির পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

শুনানিকালে স্থানীয় বাসিন্দারা বলেন, সিসিকের নবগঠিত ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা সদ্য বিলুপ্ত সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। সিসিকের ঘোষিত ওয়ার্ডে বিভিন্ন গ্রাম বা এলাকাকে দুই ওয়ার্ডে (আংশিক) অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একটি গ্রাম, পাড়া অর্থাৎ একটি পঞ্চায়েতকে দুই ভাগে বিভক্ত করে। এতে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আপত্তি উপস্থাপনকারীরা আরও বলেন, টুকেরবাজার একটি প্রাচীন জনবসতি ও ঐতিহ্যবাহী এলাকা। এখানকার অধিবাসীরা শত শত বছরের ইতিহাস ধারণ করে পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে আসছেন। ঘোষিত ওয়ার্ডের মাধ্যমে এলাকাকে বিভাজন করে ওই এলাকার সামাজিক ঐক্য ও সংস্কৃতিকে বিভক্ত করা হয়েছে।

তাঁরা সদ্যবিলুপ্ত টুকেরবাজার ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা অর্থাৎ পূর্বে আখালীয়া ঘাট এলাকা থেকে শুরু করে পশ্চিমে গৌরিপুর ঘোপাল পূর্ব পর্যন্ত তিনটি ওয়ার্ড নিয়ে সিসিকের একটি ওয়ার্ড ও বিলুপ্ত টুকেরবাজার ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা নিয়ে আরেকটি ওয়ার্ড গঠনের দাবি জানান।

শুনানি গ্রহণ করেন সিলেট জেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মামুনুর রশীদ। সিটি করপোরেশনের পক্ষে সিসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা উপস্থিত ছিলেন।

শুনানিতে এলাকাবাসীর পক্ষে অংশগ্রহণ করেন সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ, সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম, আমির উদ্দিন আহমদ, অ্যাডভোকেট ফারুক আহমদ, আলতাফ হোসেন সুমন, বিলুপ্ত টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য এনাম আহমদ, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফরিদ মিয়া, ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. হাফিজুর রহমান, টুকেরবাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি হাজী নেফাজ উদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত