ক্রেতা দিশেহারা, খুশি চাষি
সারা দেশে কাঁচা মরিচের দাম বেড়েছে। এতে নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন বাজারে এসে দিশেহারা ক্রেতা সাধারণ। অপরদিকে মরিচের ভালো দাম পাওয়ায় উপজেলার চাষিদের মুখে ফুটেছে হাসি। চাষিরা বলছেন, এ উপজেলার মরিচের খেতগুলো উঁচু থাকায় পানিতে তলিয়ে যায় নি। ফলে তাঁরা এখন লাভের মুখ দেখছেন।