Ajker Patrika

দুই বাসার ৮ সদস্যকে অচেতন করে লুট

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৪: ০৪
দুই বাসার ৮ সদস্যকে অচেতন করে লুট

সিলেট শহরতলির একটি ভবনের দুই বাসায় আট সদস্যকে অচেতন করে লুটের ঘটনা ঘটেছে। খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ভবনের দুটি ফ্ল্যাটে লুট করে দুর্বৃত্তরা। দুই পরিবারের আট সদস্য অসুস্থ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্য গতকাল শনিবার বিকেল পর্যন্ত দুজনের জ্ঞান ফেরেনি। গত শুক্রবার রাতে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের মুখে অবস্থিত সিলেট ক্লাবের পেছনের বাসায় এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন সুহানুর রহমান সাগর (১৭), নিগার সুলতানা (২৯), মাজেদা বেগম (৫০), সুভাস চন্দ্র দে (৬৫), শ্রীভাস চন্দ্র দে (৬০), সুজন দে (৩৫), সিবানী চন্দ্র দে (৫২) ও গৌরী রানি দে (৫৭)। এর মধ্যে নিগার সুলতানা সিলেটে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করেন। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে।

সুলতানা বেগম গতকাল বিকেলে জানান, সিলেট ক্লাবের পেছনের টিনশেডের একতলা বাসায় তাঁরা দুটি পরিবার ভাড়া থাকেন। গত শুক্রবার রাতে দুই পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। তবে সুলতানার ভাই সাহেদ আহমদ অন্যত্র খেয়ে আসায় বাসায় রাতের খাবার খাননি। সাহেদ প্রায় পুরো রাতই জেগে ছিলেন। ভোর পাঁচটার দিকে পাশের কক্ষ থেকে মা-বোনের চিৎকারে তিনি দৌড়ে গিয়ে দেখেন, রান্নাঘরের জানালার গ্রিল কাটা। এ সময় সাহেদের মা বলেন, গ্রিল কাটার শব্দে তাঁর ঘুম ভেঙে গেলেও তিনি চোখে ঝাপসা দেখছিলেন এবং কয়েকবার বমি করেন। তাই চিৎকার করে ছেলেকে ডাকেন।

সাহেদ এ সময় মা-বোনসহ তাঁর পরিবারের তিনজনকে অসুস্থ দেখতে পান। এ সময় পাশের ইউনিটের লোকজনকে ডাকতে গিয়ে তাঁদেরও একই অবস্থা দেখতে পেয়ে অ্যাম্বুলেন্স ডেকে অসুস্থ সবাইকে নিয়ে গিয়ে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

সুলতানা বেগম আরও জানান, দুই পরিবারের মোট আটজন অসুস্থ। এর মধ্যে শনিবার বিকেল পর্যন্ত দুজনের জ্ঞান ফেরেনি। তবে বাকি সবার অবস্থা উন্নতির দিকে।

এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল গফফার গতকাল শনিবার বিকেলে জানান, আটজন অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন। সম্ভবত তাঁদের খাবারে চেতনানাশক মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল। চিকিৎসা চলছে। দুজনের জ্ঞান এখনো ফেরেনি। তবে বাকি সবার অবস্থা ভালো।

মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির গতকাল বিকেলে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে জানালা কাটার কথা বলা হয়েছে সেটি একেবারেই দুর্বল। ঘটনাটি আমরা তদন্ত করছি। পরিবারের সবাই বিপদ মুক্ত আছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত