Ajker Patrika

ছাত্রলীগের নেতা-কর্মীদের ক্যারিয়ার ধ্বংসের হুমকি!

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৩: ১১
ছাত্রলীগের নেতা-কর্মীদের ক্যারিয়ার ধ্বংসের হুমকি!

জাতীয় শোক দিবসের শোভাযাত্রায় অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে ক্যারিয়ার ধ্বংসের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সিলেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) কর্তৃপক্ষের বিরুদ্ধে।

গত মঙ্গলবার সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে এসব অভিযোগের কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

অভিযোগে উল্লেখ করা হয়, ১৫ আগস্ট শোক র‍্যালিতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করায় কর্তৃপক্ষ রাতে পুলিশ ডেকে শাখা ছাত্রলীগের ৮-১০ জন নেতা-কর্মীকে বিভিন্ন কারণ দেখিয়ে মামলা দিয়ে হয়রানি ও ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দিয়েছে। তা ছাড়া আর কোনো মিছিল-মিটিং বা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না—এমন শর্তে অঙ্গীকারনামায় তাঁদের স্বাক্ষর আদায় করা হয়। এ ছাড়া শত শত নেতা-কর্মী থাকা সত্ত্বেও এ প্রতিষ্ঠানে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এই আবেদনটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন জনের টাইমলাইনে দেখা যাচ্ছে।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘আগেও এ প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালনে ছাত্রলীগ নেতা-কর্মীরা বাধাগ্রস্ত হয়েছেন। তাঁদের অযথা হয়রানি করা হয়েছে। শুনেছি নতুন অধ্যক্ষ এসেছেন। এবার জাতীয় শোক দিবসের অনুষ্ঠান পালনেও এটি হলো।’

তবে সিলেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ভুঞা এটিএম ওবায়দুল্লাহ ছাত্রলীগ নেতা-কর্মীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘গত মঙ্গলবার (১৬ আগস্ট) ইনস্টিটিউটে পরীক্ষা ছিল। কিন্তু গত সোমবার রাতে বারবার ক্যাম্পাসে বহিরাগতদের উপস্থিতির খবর আসছিল। আমরা তাদের কার্যক্রম সংক্ষিপ্ত করার আহ্বান জানালেও তারা সাড়া দিচ্ছিল না। এ অবস্থায় বহিরাগতরা ক্যাম্পাসে এসেছে-এমন খবর পেয়ে আমরা পুলিশ কল করতে বাধ্য হয়েছিলাম। এ ছাড়া আর কোনো ঘটনা এখানে ঘটেনি বা কাউকে অযথা হয়রানি করা হয়নি। কারও ক্যারিয়ার ধ্বংসের হুমকির বিষয়টিও ডাহা মিথ্যা। আমি নিজেও তো ১৫ আগস্টের প্রোগ্রাম করেছি বড় আয়োজনে।’ র‍্যাগিং-ট্যাগিং করতে পারবে না বলে কয়েকজন শিক্ষার্থীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন বলেও জানান অধ্যক্ষ।

মহানগর পুলিশের শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল ইসলাম বলেন, ক্যাম্পাসের হোস্টেলে থাকা শিক্ষার্থীদের বহিরাগতরা এসে র‍্যাগিং করছিল। র‍্যাগিংটা শিক্ষার্থীদের জন্য অসহনীয় পর্যায়ে চলে গেলে অধ্যক্ষ পুলিশ ডাকেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাঁরা আর কখনো র‍্যাগিং করবেন না বা অনুমতি ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত