Ajker Patrika

সংসদ সদস্যের সঙ্গে আন্দোলনরত চা শ্রমিক নেতাদের সাক্ষাৎ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৪: ০৫
সংসদ সদস্যের সঙ্গে আন্দোলনরত চা শ্রমিক নেতাদের সাক্ষাৎ

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত চুনারুঘাট উপজেলার ২৪ চা বাগানের শ্রমিকনেতারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদের হলরুমের সামনে হাজার হাজার চা শ্রমিক মিছিল সহকারে জড়ো হন। পরে নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ৩০০ টাকা মজুরির দাবি জানান। তবে কোনো সিদ্ধান্ত হয়নি।

পরে চা শ্রমিক নেতারা সাংবাদিকদের জানান, তাঁরা গত কয়েক দিন ধরে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। কর্তৃপক্ষ দাবি মেনে না নিলে তাঁরা সড়ক অবরোধসহ চা বাগানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদির লস্কর, ইউএনও সিদ্ধার্থ ভৌমিক, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, থানার ওসি মো. আলী আশরাফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আকবর হোসেন, দেওরগাছ ইউপি চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজি, চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নিপেন পাল, চা শ্রমিক নেতা খায়রুন আক্তার প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের মধ্যেে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত