সুপারস্টারের মৃত্যুরহস্যের জট খুলতে পারবেন অপূর্ব?
বাংলাদেশের এক স্টাইলিশ সুপারস্টার, রঙিন দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন হঠাৎ একদিন গলায় ফাঁস দিয়ে তাঁর মৃত্যুর খবরে উত্তাল গোটা দেশ। সবার মনে প্রশ্ন, দেশের আনাচে-কানাচে যার লক্ষ লক্ষ ভক্ত, সেই নায়ক এত তারকাখ্যাতির মধ্যেও কেন আত্মহত্যা করবেন। একি সত্যিই কি আত্মহত্যা নাকি হত্যা।