Ajker Patrika

সালমান শাহর জীবনী নিয়ে ওয়েব সিরিজ প্রচার বন্ধে রুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২১: ৪৬
সালমান শাহর জীবনী নিয়ে ওয়েব সিরিজ প্রচার বন্ধে রুল 

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে কল্পিত ঘটনার ওপর নির্মিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ প্রচার কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সালমান শাহর মা নীলা চৌধুরীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ রুল জারি করেন।

তথ্যসচিব ও বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আইনজীবী চৌধুরী মোর্শেদ কামাল টিপু আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

সালমান শাহর মায়ের আবেদনে বলা হয়, ১৯৯৬ সালে তাঁর ছেলের অপমৃত্যু হয়। তাঁর মৃত্যু রহস্য এখনো উদ্‌ঘাটিত হয়নি। অপমৃত্যু নিয়ে আদালতে এখনো মামলা চলমান। ফৌজদারি মামলা চলমান অবস্থায় কাল্পনিক ড্রামা সিরিয়াল সম্পূর্ণ বেআইনি, যা চলমান ফৌজদারি মামলার স্বাভাবিক গতিকে ব্যাহত করবে।

এতে আরও বলা হয়, প্রযোজক তানিম রহমান অংশু কর্তৃক নির্মিত আট এপিসোডের ‘বুকের মধ্যে আগুন’ সালমান শাহ ও তাঁর মা নীলা চৌধুরীকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিকভাবে হেয় করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত