বাংলাদেশের এক স্টাইলিশ সুপারস্টার, রঙিন দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন হঠাৎ একদিন গলায় ফাঁস দিয়ে তাঁর মৃত্যুর খবরে উত্তাল গোটা দেশ। সবার মনে প্রশ্ন, দেশের আনাচে-কানাচে যার লক্ষ লক্ষ ভক্ত, সেই নায়ক এত তারকাখ্যাতির মধ্যেও কেন আত্মহত্যা করবেন। একি সত্যিই কি আত্মহত্যা নাকি হত্যা।
গত শতকের নব্বুইয়ের দশকের আগে পরে চলচ্চিত্র যারা দেখেছেন বা খোঁজখবর রাখেন, তাদের কাছে এই গল্পের প্রেক্ষাপট খুবই পরিচিত মনে হবে। এখনকার অনেক তরুণের কাছে এটা একটা সাধারণ কাল্পনিক গল্পের প্লট মনে হতে পারে। কিন্তু না, এই ওয়েব সিরিজের মৃত্যুর ঘটনার সঙ্গে ঢালিউডের সুপারস্টার সালমান শাহের মৃত্যুর ঘটনার মিল আছে।
বুকের মধ্যে আগুন’ নামে ওয়েব সিরিজটি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুর ঘটনাকে উপজীব্য করে তৈরি করা না হলেও কল্পনাধর্মী এই সিরিজের সঙ্গে তার মিল পাওয়া যাবে বলে পরিচালক এর মধ্যেই জানিয়েছেন। এটি আগামী মাসে মুক্তি পাবে। এতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে প্রধান চরিত্রে দেখা যাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু এটি পরিচালনা করেছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে মুক্তি পাবে বলে আজ শনিবার ঘোষণা করা হয়।
গত ২৩ জানুয়ারি প্রকাশিত এর টিজারে দেখা যায়, রহস্যমোড়া এই মৃত্যুর জট খুলতে নেমেছেন এসপি গোলাম মামুন চরিত্রে অপূর্ব, তার উপস্থাপন নজর কেড়েছে দর্শকদের। সিরিজের পোস্টার শেয়ার করে অপূর্ব ফেসবুকে লিখেছেন, ‘এসপি গোলাম মামুন কি পারবে এই অন্ধকার রহস্যের সুরাহা করতে?’
‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে আরও অভিনয় করছেন– তারিক আনাম খান, গাজী রাকায়েত, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, ইয়াশ রোহান, তমা মির্জা, শাহনাজ সুমি, তানভীর প্রমুখ।
বাংলাদেশের এক স্টাইলিশ সুপারস্টার, রঙিন দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন হঠাৎ একদিন গলায় ফাঁস দিয়ে তাঁর মৃত্যুর খবরে উত্তাল গোটা দেশ। সবার মনে প্রশ্ন, দেশের আনাচে-কানাচে যার লক্ষ লক্ষ ভক্ত, সেই নায়ক এত তারকাখ্যাতির মধ্যেও কেন আত্মহত্যা করবেন। একি সত্যিই কি আত্মহত্যা নাকি হত্যা।
গত শতকের নব্বুইয়ের দশকের আগে পরে চলচ্চিত্র যারা দেখেছেন বা খোঁজখবর রাখেন, তাদের কাছে এই গল্পের প্রেক্ষাপট খুবই পরিচিত মনে হবে। এখনকার অনেক তরুণের কাছে এটা একটা সাধারণ কাল্পনিক গল্পের প্লট মনে হতে পারে। কিন্তু না, এই ওয়েব সিরিজের মৃত্যুর ঘটনার সঙ্গে ঢালিউডের সুপারস্টার সালমান শাহের মৃত্যুর ঘটনার মিল আছে।
বুকের মধ্যে আগুন’ নামে ওয়েব সিরিজটি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুর ঘটনাকে উপজীব্য করে তৈরি করা না হলেও কল্পনাধর্মী এই সিরিজের সঙ্গে তার মিল পাওয়া যাবে বলে পরিচালক এর মধ্যেই জানিয়েছেন। এটি আগামী মাসে মুক্তি পাবে। এতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে প্রধান চরিত্রে দেখা যাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু এটি পরিচালনা করেছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে মুক্তি পাবে বলে আজ শনিবার ঘোষণা করা হয়।
গত ২৩ জানুয়ারি প্রকাশিত এর টিজারে দেখা যায়, রহস্যমোড়া এই মৃত্যুর জট খুলতে নেমেছেন এসপি গোলাম মামুন চরিত্রে অপূর্ব, তার উপস্থাপন নজর কেড়েছে দর্শকদের। সিরিজের পোস্টার শেয়ার করে অপূর্ব ফেসবুকে লিখেছেন, ‘এসপি গোলাম মামুন কি পারবে এই অন্ধকার রহস্যের সুরাহা করতে?’
‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে আরও অভিনয় করছেন– তারিক আনাম খান, গাজী রাকায়েত, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, ইয়াশ রোহান, তমা মির্জা, শাহনাজ সুমি, তানভীর প্রমুখ।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৭ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৭ ঘণ্টা আগে