সালমান খান আর তাঁর বোন জামাই আয়ুষ শর্মা অভিনীত ছবি ‘অন্তিম’ ছবি বহুদিন ধরে আলোচনায়। আগামী ২৬ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। ছবিটির অভিনেতা আয়ুষ শর্মা জানিয়েছেন, বেশকিছু বিষয় নিয়ে সংকোচ থাকায় সালমান খানের সঙ্গে এই ছবিতে কাজ করতে চাননি তিনি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮কে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন আয়ুষ।
সাক্ষাৎকারে তিনি বলেন, সালমান খান এই সিনেমায় থাকছেন শুনে বেশ চিন্তিত ছিলাম। আমার মনে হচ্ছিল, এই সিনেমা দেখে দর্শকরা অনেক মন্তব্য করবে। এর মধ্যে ‘স্বজনপ্রীতি’ একটা অন্যতম আলোচনার বিষয়। তবে সবকিছুর পরেও আমি ছবিটিতে অভিনয় করার সুযোগ প্রত্যাখ্যান করতে পারিনি।
আয়ুষ বলেন, একদম শুরুর দিকে অন্তিম সিনেমার সালমান খানের কাজ করার ব্যপারে আমি বিরোধি ছিলাম। আমি তাঁকে বলছিলাম যে এই সিনেমাটি করতে চাইনা। এমনকি তিনি যেন এই কাজটি না করেন এজন্য তাঁকে বোঝাতে, আমি পরিবারের সবার কাছে গিয়েছি।
একই পরিবারের হওয়ার ফলে সিনেমার বিষয়টি ছাড়াও বেশ কিছু বিষয় দর্শক স্বজনপ্রীতির অভিযোগ তৈরি তুলতে পারে বলে মনে করেন আয়ুষ।
উল্লেখ্য, অন্তিম একটি পুরোদস্তুর একটি অ্যাকশন সিনেমা। আগামী ২৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে মহেশ মাঞ্জরেকার নির্দেশনায় নির্মিত অন্তিম সিনেমাটি। এই সিনেমায় কাজ করছেন সালমান খানের পালক ছোট বোনের স্বামী আয়ুষ শর্মা। এর আগে ২০১৮ সালে সালমান খান প্রোযোজিত ‘লাভযাত্রী’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে সূচনা ঘটে আয়ুষ শর্মার ।
সালমান খান আর তাঁর বোন জামাই আয়ুষ শর্মা অভিনীত ছবি ‘অন্তিম’ ছবি বহুদিন ধরে আলোচনায়। আগামী ২৬ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। ছবিটির অভিনেতা আয়ুষ শর্মা জানিয়েছেন, বেশকিছু বিষয় নিয়ে সংকোচ থাকায় সালমান খানের সঙ্গে এই ছবিতে কাজ করতে চাননি তিনি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮কে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন আয়ুষ।
সাক্ষাৎকারে তিনি বলেন, সালমান খান এই সিনেমায় থাকছেন শুনে বেশ চিন্তিত ছিলাম। আমার মনে হচ্ছিল, এই সিনেমা দেখে দর্শকরা অনেক মন্তব্য করবে। এর মধ্যে ‘স্বজনপ্রীতি’ একটা অন্যতম আলোচনার বিষয়। তবে সবকিছুর পরেও আমি ছবিটিতে অভিনয় করার সুযোগ প্রত্যাখ্যান করতে পারিনি।
আয়ুষ বলেন, একদম শুরুর দিকে অন্তিম সিনেমার সালমান খানের কাজ করার ব্যপারে আমি বিরোধি ছিলাম। আমি তাঁকে বলছিলাম যে এই সিনেমাটি করতে চাইনা। এমনকি তিনি যেন এই কাজটি না করেন এজন্য তাঁকে বোঝাতে, আমি পরিবারের সবার কাছে গিয়েছি।
একই পরিবারের হওয়ার ফলে সিনেমার বিষয়টি ছাড়াও বেশ কিছু বিষয় দর্শক স্বজনপ্রীতির অভিযোগ তৈরি তুলতে পারে বলে মনে করেন আয়ুষ।
উল্লেখ্য, অন্তিম একটি পুরোদস্তুর একটি অ্যাকশন সিনেমা। আগামী ২৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে মহেশ মাঞ্জরেকার নির্দেশনায় নির্মিত অন্তিম সিনেমাটি। এই সিনেমায় কাজ করছেন সালমান খানের পালক ছোট বোনের স্বামী আয়ুষ শর্মা। এর আগে ২০১৮ সালে সালমান খান প্রোযোজিত ‘লাভযাত্রী’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে সূচনা ঘটে আয়ুষ শর্মার ।
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
৪ ঘণ্টা আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিনরাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তাঁরা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাঁদের নিঃশব্দ শ্রম।
১ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
২ দিন আগে