সালমান খান আর তাঁর বোন জামাই আয়ুষ শর্মা অভিনীত ছবি ‘অন্তিম’ ছবি বহুদিন ধরে আলোচনায়। আগামী ২৬ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। ছবিটির অভিনেতা আয়ুষ শর্মা জানিয়েছেন, বেশকিছু বিষয় নিয়ে সংকোচ থাকায় সালমান খানের সঙ্গে এই ছবিতে কাজ করতে চাননি তিনি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮কে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন আয়ুষ।
সাক্ষাৎকারে তিনি বলেন, সালমান খান এই সিনেমায় থাকছেন শুনে বেশ চিন্তিত ছিলাম। আমার মনে হচ্ছিল, এই সিনেমা দেখে দর্শকরা অনেক মন্তব্য করবে। এর মধ্যে ‘স্বজনপ্রীতি’ একটা অন্যতম আলোচনার বিষয়। তবে সবকিছুর পরেও আমি ছবিটিতে অভিনয় করার সুযোগ প্রত্যাখ্যান করতে পারিনি।
আয়ুষ বলেন, একদম শুরুর দিকে অন্তিম সিনেমার সালমান খানের কাজ করার ব্যপারে আমি বিরোধি ছিলাম। আমি তাঁকে বলছিলাম যে এই সিনেমাটি করতে চাইনা। এমনকি তিনি যেন এই কাজটি না করেন এজন্য তাঁকে বোঝাতে, আমি পরিবারের সবার কাছে গিয়েছি।
একই পরিবারের হওয়ার ফলে সিনেমার বিষয়টি ছাড়াও বেশ কিছু বিষয় দর্শক স্বজনপ্রীতির অভিযোগ তৈরি তুলতে পারে বলে মনে করেন আয়ুষ।
উল্লেখ্য, অন্তিম একটি পুরোদস্তুর একটি অ্যাকশন সিনেমা। আগামী ২৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে মহেশ মাঞ্জরেকার নির্দেশনায় নির্মিত অন্তিম সিনেমাটি। এই সিনেমায় কাজ করছেন সালমান খানের পালক ছোট বোনের স্বামী আয়ুষ শর্মা। এর আগে ২০১৮ সালে সালমান খান প্রোযোজিত ‘লাভযাত্রী’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে সূচনা ঘটে আয়ুষ শর্মার ।
সালমান খান আর তাঁর বোন জামাই আয়ুষ শর্মা অভিনীত ছবি ‘অন্তিম’ ছবি বহুদিন ধরে আলোচনায়। আগামী ২৬ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। ছবিটির অভিনেতা আয়ুষ শর্মা জানিয়েছেন, বেশকিছু বিষয় নিয়ে সংকোচ থাকায় সালমান খানের সঙ্গে এই ছবিতে কাজ করতে চাননি তিনি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮কে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন আয়ুষ।
সাক্ষাৎকারে তিনি বলেন, সালমান খান এই সিনেমায় থাকছেন শুনে বেশ চিন্তিত ছিলাম। আমার মনে হচ্ছিল, এই সিনেমা দেখে দর্শকরা অনেক মন্তব্য করবে। এর মধ্যে ‘স্বজনপ্রীতি’ একটা অন্যতম আলোচনার বিষয়। তবে সবকিছুর পরেও আমি ছবিটিতে অভিনয় করার সুযোগ প্রত্যাখ্যান করতে পারিনি।
আয়ুষ বলেন, একদম শুরুর দিকে অন্তিম সিনেমার সালমান খানের কাজ করার ব্যপারে আমি বিরোধি ছিলাম। আমি তাঁকে বলছিলাম যে এই সিনেমাটি করতে চাইনা। এমনকি তিনি যেন এই কাজটি না করেন এজন্য তাঁকে বোঝাতে, আমি পরিবারের সবার কাছে গিয়েছি।
একই পরিবারের হওয়ার ফলে সিনেমার বিষয়টি ছাড়াও বেশ কিছু বিষয় দর্শক স্বজনপ্রীতির অভিযোগ তৈরি তুলতে পারে বলে মনে করেন আয়ুষ।
উল্লেখ্য, অন্তিম একটি পুরোদস্তুর একটি অ্যাকশন সিনেমা। আগামী ২৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে মহেশ মাঞ্জরেকার নির্দেশনায় নির্মিত অন্তিম সিনেমাটি। এই সিনেমায় কাজ করছেন সালমান খানের পালক ছোট বোনের স্বামী আয়ুষ শর্মা। এর আগে ২০১৮ সালে সালমান খান প্রোযোজিত ‘লাভযাত্রী’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে সূচনা ঘটে আয়ুষ শর্মার ।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
৪ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
৪ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৫ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে