সালমান ও রাশমিকার সঙ্গে কাজল
সালমান খানের সঙ্গে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সম্পর্ক অনেক পুরোনো। বলিউডে যে কয়েকজনকে সালমানের কাছের বন্ধু হিসেবে ধরা হয়, সাজিদ তাঁদের অন্যতম। ‘জুড়ুয়া’, ‘হার দিল জো পেয়ার করেগা’, ‘মুঝসে শাদি করোগি’, ‘কিক’সহ বেশ কিছু সিনেমা সালমানকে নিয়ে বানিয়েছেন সাজিদ। এই দুই বন্ধু নিয়ে আসছেন নতুন সিনেমা। ‘সিকান্দ