মহারাষ্ট্রের সাবেক বিধায়ক বাবা সিদ্দিকীর হত্যার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। পাশাপাশি হুমকি দিয়েছে, যে বা যারা বলিউড অভিনেতা সালমান খানকে সহায়তা করবে তাদেরও হত্যার লক্ষ্যবস্তু করা হবে। সম্প্রতি সালমান খানের বাড়িকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পরপরই এই হুমকি দেওয়া হলো।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মহারাষ্ট্রের তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকী গত শনিবার রাতে তাঁর ছেলে বিধায়ক জিশান সিদ্দিকীর বান্দ্রাস্থ কার্যালয়ের কাছে গুলিতে নিহত হন। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়, লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
সেই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য শুভু লোনকারের এক ফেসবুক পোস্ট। গতকাল রোববার শুভু লোনকার—ধারণা করা হয়, এই আইডিটি বিষ্ণোই গ্যাংয়ের সদস্য শুভম রামেশ্বরাম লোনকারের—সেই পোস্টে বাবা সিদ্দিকীকে হত্যার দায় স্বীকার করেন। এদিকে শুভম লোনকার জেলে থাকায় পুলিশের ধারণা, এই পোস্ট শুভমের ভাই প্রবীণ লোনকার দিয়েছে। তাঁকেও গতকাল রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।
পোস্টে শুভম লোনকার দাবি করেছেন, ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী দাউদ ইব্রাহিম ও বলিউড অভিনেতা সালমান খানে ঘনিষ্ঠ থাকার কারণে বাবা সিদ্দিকীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া, সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের একজন অনুজ থাপনের পুলিশ হেফাজতে মৃত্যুর কারণেও বাবা সিদ্দিকীকে দায়ী করা হয়েছে পোস্টে।
থাপনকে গত ১ মে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাজতে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ বলেছিল, সে আত্মহত্যা করেছে। তবে তাঁর পরিবার দাবি করেছে, তাঁকে পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছিল। এদিকে, পুলিশ জানিয়েছে, শুভম লোনকার তাঁর পোস্টে বলেছেন, ‘আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। তবে যে বা যারা সালমান খান এবং দাউদ গ্যাংকে সাহায্য করে, আপনার আপাদের হিসাব-কিতাব করে নেন।’
বাবা সিদ্দিকী জমকালো সব পার্টি আয়োজনের জন্য পরিচিত ছিলেন। ২০১৩ সালে তাঁর আয়োজিত ‘ইফতার’ পার্টিতে সালমান খান ও শাহরুখ খানের মধ্যে দীর্ঘ পাঁচ বছরের শীতল যুদ্ধের সমাধান হয়। পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত বছর থেকে সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার থাকার কারণে বিষ্ণোই গ্যাং অন্তত দুই সেলিব্রিটির ওপর হামলা চালিয়েছে।
মহারাষ্ট্রের সাবেক বিধায়ক বাবা সিদ্দিকীর হত্যার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। পাশাপাশি হুমকি দিয়েছে, যে বা যারা বলিউড অভিনেতা সালমান খানকে সহায়তা করবে তাদেরও হত্যার লক্ষ্যবস্তু করা হবে। সম্প্রতি সালমান খানের বাড়িকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পরপরই এই হুমকি দেওয়া হলো।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মহারাষ্ট্রের তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকী গত শনিবার রাতে তাঁর ছেলে বিধায়ক জিশান সিদ্দিকীর বান্দ্রাস্থ কার্যালয়ের কাছে গুলিতে নিহত হন। তারপর থেকেই গুঞ্জন শুরু হয়, লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
সেই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য শুভু লোনকারের এক ফেসবুক পোস্ট। গতকাল রোববার শুভু লোনকার—ধারণা করা হয়, এই আইডিটি বিষ্ণোই গ্যাংয়ের সদস্য শুভম রামেশ্বরাম লোনকারের—সেই পোস্টে বাবা সিদ্দিকীকে হত্যার দায় স্বীকার করেন। এদিকে শুভম লোনকার জেলে থাকায় পুলিশের ধারণা, এই পোস্ট শুভমের ভাই প্রবীণ লোনকার দিয়েছে। তাঁকেও গতকাল রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।
পোস্টে শুভম লোনকার দাবি করেছেন, ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী দাউদ ইব্রাহিম ও বলিউড অভিনেতা সালমান খানে ঘনিষ্ঠ থাকার কারণে বাবা সিদ্দিকীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া, সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের একজন অনুজ থাপনের পুলিশ হেফাজতে মৃত্যুর কারণেও বাবা সিদ্দিকীকে দায়ী করা হয়েছে পোস্টে।
থাপনকে গত ১ মে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাজতে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ বলেছিল, সে আত্মহত্যা করেছে। তবে তাঁর পরিবার দাবি করেছে, তাঁকে পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছিল। এদিকে, পুলিশ জানিয়েছে, শুভম লোনকার তাঁর পোস্টে বলেছেন, ‘আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। তবে যে বা যারা সালমান খান এবং দাউদ গ্যাংকে সাহায্য করে, আপনার আপাদের হিসাব-কিতাব করে নেন।’
বাবা সিদ্দিকী জমকালো সব পার্টি আয়োজনের জন্য পরিচিত ছিলেন। ২০১৩ সালে তাঁর আয়োজিত ‘ইফতার’ পার্টিতে সালমান খান ও শাহরুখ খানের মধ্যে দীর্ঘ পাঁচ বছরের শীতল যুদ্ধের সমাধান হয়। পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত বছর থেকে সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার থাকার কারণে বিষ্ণোই গ্যাং অন্তত দুই সেলিব্রিটির ওপর হামলা চালিয়েছে।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে