বলিউডে কোনো সিনেমা ব্যবসায়িক সফলতা পেলে সেই ফর্মুলায় সাজানো হয় নতুন সিনেমার ছক। সাম্প্রতিক সময়ে বলিউডে চলছে পুরোনো সিনেমার সিকুয়্যালের প্রবণতা। বক্স অফিস জয়ে এখন সিকুয়্যালই ভরসা। এবার একাধিক সিকুয়্যালের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রযোজক রমেশ তরানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক জানান, ‘রেস ফোর’, ‘সোলজার টু’, ‘ভূত পুলিশ টু’ এর সিকুয়্যাল আসছে। ইতিমধ্যেই শেষ হয়েছে ‘রেস ফোর’ এর চিত্রনাট্যের কাজ।
২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘রেস’। বছর পাঁচেক পর মুক্তি পেয়েছিল ‘রেস টু’। আব্বাস-মস্তান পরিচালিত দুই সিনেমাতেই মুখ্য চরিত্রে ছিলেন সাইফ আলি খান। প্রথমটির খলচরিত্রে ছিলেন অক্ষয় খান্না, দ্বিতীয়টিতে জন আব্রাহাম। তৃতীয় পর্বে অবশ্য মুখ্য চরিত্রে অভিনয় করেন সালমান খান, বিপরীতে ববি দেওল। পরিচালনায় ছিলেন রেমো ডি’সুজা।
তবে ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বে সাইফ বা সালমান কেউ থাকবেন কি না, তা অবশ্য এদিন জানাননি প্রযোজক। তবে জানিয়েছেন এ বছর থেকেই শুরু হবে ‘রেস ফোর’ এর শুটিং। সিনেমার কলাকুশলীসহ পরিচালকের নাম শিগগিরই প্রকাশ্যে আনা হবে।
একই সঙ্গে চলছে ‘সোলজার’ ও ‘ভূত পুলিশ’-এর সিকুয়্যালের প্রস্তুতিও। ‘সোলজার’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ববি দেওল, দ্বিতীয় পর্বেও নাকি থাকতে পারেন তিনি। অন্য দিকে, সদ্য মুক্তি পেয়েছে রমেশ প্রযোজিত ‘ইশক ভিশক’-এর সিকুয়্যাল ‘ইশক ভিশক রিবাউন্ড’। প্রযোজনা সংস্থাটির হাতে রয়েছে ডেভিড ধাওয়ানের পরিচালনায় বরুণ ধাওয়ান ও ম্রুণাল ঠাকুর অভিনীত একটি সিনেমাও।
বলিউডে কোনো সিনেমা ব্যবসায়িক সফলতা পেলে সেই ফর্মুলায় সাজানো হয় নতুন সিনেমার ছক। সাম্প্রতিক সময়ে বলিউডে চলছে পুরোনো সিনেমার সিকুয়্যালের প্রবণতা। বক্স অফিস জয়ে এখন সিকুয়্যালই ভরসা। এবার একাধিক সিকুয়্যালের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রযোজক রমেশ তরানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক জানান, ‘রেস ফোর’, ‘সোলজার টু’, ‘ভূত পুলিশ টু’ এর সিকুয়্যাল আসছে। ইতিমধ্যেই শেষ হয়েছে ‘রেস ফোর’ এর চিত্রনাট্যের কাজ।
২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘রেস’। বছর পাঁচেক পর মুক্তি পেয়েছিল ‘রেস টু’। আব্বাস-মস্তান পরিচালিত দুই সিনেমাতেই মুখ্য চরিত্রে ছিলেন সাইফ আলি খান। প্রথমটির খলচরিত্রে ছিলেন অক্ষয় খান্না, দ্বিতীয়টিতে জন আব্রাহাম। তৃতীয় পর্বে অবশ্য মুখ্য চরিত্রে অভিনয় করেন সালমান খান, বিপরীতে ববি দেওল। পরিচালনায় ছিলেন রেমো ডি’সুজা।
তবে ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বে সাইফ বা সালমান কেউ থাকবেন কি না, তা অবশ্য এদিন জানাননি প্রযোজক। তবে জানিয়েছেন এ বছর থেকেই শুরু হবে ‘রেস ফোর’ এর শুটিং। সিনেমার কলাকুশলীসহ পরিচালকের নাম শিগগিরই প্রকাশ্যে আনা হবে।
একই সঙ্গে চলছে ‘সোলজার’ ও ‘ভূত পুলিশ’-এর সিকুয়্যালের প্রস্তুতিও। ‘সোলজার’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ববি দেওল, দ্বিতীয় পর্বেও নাকি থাকতে পারেন তিনি। অন্য দিকে, সদ্য মুক্তি পেয়েছে রমেশ প্রযোজিত ‘ইশক ভিশক’-এর সিকুয়্যাল ‘ইশক ভিশক রিবাউন্ড’। প্রযোজনা সংস্থাটির হাতে রয়েছে ডেভিড ধাওয়ানের পরিচালনায় বরুণ ধাওয়ান ও ম্রুণাল ঠাকুর অভিনীত একটি সিনেমাও।
ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান ‘এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, চক্ষু মুদিলে, হায়রে দম ফুরাইলে।’ গানটির প্রথম চার লাইন নিয়ে নতুন করে গান বাঁধলেন ডিজে রাহাত ও আদিব কবীর। গানে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও ঢাকায় বসবাস করা নাইজেরিয়ান শিল্পী ওলি বয়।
১ ঘণ্টা আগেশিশু-কিশোরদের জন্য অভিনেত্রী আফসানা মিমির নতুন উদ্যোগ ‘ইচ্ছেতলা’। উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত প্রতিষ্ঠানটি। এখানে শিশু-কিশোরেরা নাচ, গান, অভিনয়, ছবি আঁকাসহ নানা ধরনের সংস্কৃতিচর্চা করে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথমবারের মতো মঞ্চে নিয়ে আসছে নাটক।
১ ঘণ্টা আগেজুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ বেতারের জন্য তৈরি হলো নতুন গান। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সাব্বির জামান ও অনন্যা আচার্য্য। ‘আমরা লিখেছি বুকের রক্তে নতুন দিনের গান, অনাগত কাল ধরে রেখো তুমি এ মাটির সম্মান’—এমন কথায় গানটি লিখেছেন মোহসীন আহমেদ, সুর করেছেন মিল্টন খন্দকার।
১ ঘণ্টা আগেশারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১৬ ঘণ্টা আগে