বলিউডে কোনো সিনেমা ব্যবসায়িক সফলতা পেলে সেই ফর্মুলায় সাজানো হয় নতুন সিনেমার ছক। সাম্প্রতিক সময়ে বলিউডে চলছে পুরোনো সিনেমার সিকুয়্যালের প্রবণতা। বক্স অফিস জয়ে এখন সিকুয়্যালই ভরসা। এবার একাধিক সিকুয়্যালের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রযোজক রমেশ তরানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক জানান, ‘রেস ফোর’, ‘সোলজার টু’, ‘ভূত পুলিশ টু’ এর সিকুয়্যাল আসছে। ইতিমধ্যেই শেষ হয়েছে ‘রেস ফোর’ এর চিত্রনাট্যের কাজ।
২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘রেস’। বছর পাঁচেক পর মুক্তি পেয়েছিল ‘রেস টু’। আব্বাস-মস্তান পরিচালিত দুই সিনেমাতেই মুখ্য চরিত্রে ছিলেন সাইফ আলি খান। প্রথমটির খলচরিত্রে ছিলেন অক্ষয় খান্না, দ্বিতীয়টিতে জন আব্রাহাম। তৃতীয় পর্বে অবশ্য মুখ্য চরিত্রে অভিনয় করেন সালমান খান, বিপরীতে ববি দেওল। পরিচালনায় ছিলেন রেমো ডি’সুজা।
তবে ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বে সাইফ বা সালমান কেউ থাকবেন কি না, তা অবশ্য এদিন জানাননি প্রযোজক। তবে জানিয়েছেন এ বছর থেকেই শুরু হবে ‘রেস ফোর’ এর শুটিং। সিনেমার কলাকুশলীসহ পরিচালকের নাম শিগগিরই প্রকাশ্যে আনা হবে।
একই সঙ্গে চলছে ‘সোলজার’ ও ‘ভূত পুলিশ’-এর সিকুয়্যালের প্রস্তুতিও। ‘সোলজার’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ববি দেওল, দ্বিতীয় পর্বেও নাকি থাকতে পারেন তিনি। অন্য দিকে, সদ্য মুক্তি পেয়েছে রমেশ প্রযোজিত ‘ইশক ভিশক’-এর সিকুয়্যাল ‘ইশক ভিশক রিবাউন্ড’। প্রযোজনা সংস্থাটির হাতে রয়েছে ডেভিড ধাওয়ানের পরিচালনায় বরুণ ধাওয়ান ও ম্রুণাল ঠাকুর অভিনীত একটি সিনেমাও।
বলিউডে কোনো সিনেমা ব্যবসায়িক সফলতা পেলে সেই ফর্মুলায় সাজানো হয় নতুন সিনেমার ছক। সাম্প্রতিক সময়ে বলিউডে চলছে পুরোনো সিনেমার সিকুয়্যালের প্রবণতা। বক্স অফিস জয়ে এখন সিকুয়্যালই ভরসা। এবার একাধিক সিকুয়্যালের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রযোজক রমেশ তরানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক জানান, ‘রেস ফোর’, ‘সোলজার টু’, ‘ভূত পুলিশ টু’ এর সিকুয়্যাল আসছে। ইতিমধ্যেই শেষ হয়েছে ‘রেস ফোর’ এর চিত্রনাট্যের কাজ।
২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘রেস’। বছর পাঁচেক পর মুক্তি পেয়েছিল ‘রেস টু’। আব্বাস-মস্তান পরিচালিত দুই সিনেমাতেই মুখ্য চরিত্রে ছিলেন সাইফ আলি খান। প্রথমটির খলচরিত্রে ছিলেন অক্ষয় খান্না, দ্বিতীয়টিতে জন আব্রাহাম। তৃতীয় পর্বে অবশ্য মুখ্য চরিত্রে অভিনয় করেন সালমান খান, বিপরীতে ববি দেওল। পরিচালনায় ছিলেন রেমো ডি’সুজা।
তবে ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বে সাইফ বা সালমান কেউ থাকবেন কি না, তা অবশ্য এদিন জানাননি প্রযোজক। তবে জানিয়েছেন এ বছর থেকেই শুরু হবে ‘রেস ফোর’ এর শুটিং। সিনেমার কলাকুশলীসহ পরিচালকের নাম শিগগিরই প্রকাশ্যে আনা হবে।
একই সঙ্গে চলছে ‘সোলজার’ ও ‘ভূত পুলিশ’-এর সিকুয়্যালের প্রস্তুতিও। ‘সোলজার’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ববি দেওল, দ্বিতীয় পর্বেও নাকি থাকতে পারেন তিনি। অন্য দিকে, সদ্য মুক্তি পেয়েছে রমেশ প্রযোজিত ‘ইশক ভিশক’-এর সিকুয়্যাল ‘ইশক ভিশক রিবাউন্ড’। প্রযোজনা সংস্থাটির হাতে রয়েছে ডেভিড ধাওয়ানের পরিচালনায় বরুণ ধাওয়ান ও ম্রুণাল ঠাকুর অভিনীত একটি সিনেমাও।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
৫ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১৫ ঘণ্টা আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১৬ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১৬ ঘণ্টা আগে