১২ জুলাই বসবে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ের আসর। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। জোড়া প্রাক্–বিবাহের মতোই বিয়ের অনুষ্ঠানও যে হবে ঝলমলে, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গতকাল শুক্রবার ছিল সংগীত অনুষ্ঠান, সেখানে পারফর্ম করেন পপ তারকা জাস্টিন বিবার। প্রাক্–বিবাহ অনুষ্ঠানগুলোর মতোই এদিন বলিউডের বড় বড় তারকাদের দেখা গেছে অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠানেও বসছে তারার হাট। আম্বানিবাড়ির বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তালিকা জেনে নেওয়া যাক।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের এই বিয়েতে কয়েক হাজার অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে বলেই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এর মধ্যে রয়েছে ক্রিকেট জগতের তারকা থেকে শুরু করে বলিউড-হলিউড তারকারা এবং বড় রাজনীতিবিদেরা। আমন্ত্রিত অতিথিদের বাড়ি কার্ড পৌঁছে দেওয়াও শুরু হয়ে গেছে। মুকেশ আম্বানি নিজেই কিছু অতিথির বাড়িতে বিয়ের কার্ড নিয়ে পৌঁছেছেন। আবার কিছু ব্যক্তির বাড়িতে কার্ডসহ তাঁর স্ত্রী নীতা আম্বানিকেও দেখা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট জানিয়েছে, বলিউড তারকাদের মধ্যে শাহরুখ খান, সালমান খান, আমির খান, অক্ষয় কুমার, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের মতো তারকারা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এসব তারকাকে গতকাল শুক্রবারের সংগীতানুষ্ঠানেও দেখা গেছে।
এই জমকালো অনুষ্ঠানের অতিথি তালিকায় আরও রয়েছেন কারিনা কাপুর খান, করণ জোহর, জাহ্নবী কাপুর, অজয় দেবগন, কাজল, কারিশমা কাপুর, সারা আলী খান, ইব্রাহিম আলী খান, অনন্য পাণ্ডে, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, অর্পিতা খান, আয়ুষ শর্মা, জাহ্নবী কাপুর, শেহনাজ গিলসহ তারকারা।
ক্রিকেটারদের মধ্যে এবারে বিশ্বকাপজয়ী একাধিক ভারতীয় ক্রিকেটার ও সাবেক তারকা ক্রিকেটারদেরও দেখা যাবে। দাওয়াত পৌঁছেছে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছেও, এ ছাড়া ফুটবল থেকে অন্য খেলার তারকাদেরও দেখা যেতে পারে এ অনুষ্ঠানে।
দেশ-বিদেশের রাজনীতিবিদ ও নেতাদেরও বিয়েতে দেখা যেতে পারে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রথম সাড়ির প্রায় সব নেতা সেখানে আমন্ত্রণ পেয়েছেন। ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও তাঁর মা সোনিয়া গান্ধীর এ বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর বাড়িতে গিয়েছিলেন। এই সফরের মূল উদ্দেশ্য তাঁর ছেলে অনন্ত আম্বানির বিয়েতে গান্ধী পরিবারকে আমন্ত্রণ জানানো। এর আগে, মুকেশ আম্বানি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও বিয়ের আমন্ত্রণ জানিয়েছেন।চলতি বছরের মার্চে ভারতের জামনগরে প্রাক্–বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছিল ভারতের অন্যতম ধনী আম্বানি পরিবার। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস থেকে শুরু করে জাকারবার্গ, রিহানা থেকে শাহরুখ খান, এমনকি পুরো বলিউড; যেখানে পারফর্ম করেছিলেন রিহানা থেকে ভারতের অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মতো সংগীতশিল্পীরা।
এরপর, গত ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত ইতালিতে অনুষ্ঠিত হয় প্রাক্–বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ। ইতালি থেকে ফ্রান্সের জলপথে ক্রুজের মধ্যে পারফর্ম করেছিলেন কেটি পেরি। পাশাপাশি ব্যাকস্ট্রিট বয়েজ থেকে বলিউডের একাধিক তারকারা পারফর্ম করেছিলেন সেখানে।
আম্বানিবাড়িতে এই সময়ে এখন চলছে মামেরু সেরেমনি। গুজরাটি বিয়ের রীতিতে কন্যাপক্ষের বাড়ি থেকে বরপক্ষের ঘরে মিষ্টি, উপহার নিয়ে হাজির হন পাত্রীর মামা। বিয়ের আগে আশীর্বাদ পর্ব চলে এই অনুষ্ঠানে। সে জন্য দুই পরিবারের লোকজনই হাজির হয়েছেন ইতিমধ্যে। শুভ অনুষ্ঠান ঘিরে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে অ্যান্টিলা। তারকারাও এখনো হাজির হতে শুরু না করলেও এবার একে একে অনেকেই হাজির হবেন।
এদিকে, বিয়ের অনুষ্ঠানের ঠিক আগেই আম্বানিদের পরিবারের পক্ষ থেকে গণবিবাহের আয়োজন করা হয়েছিল। আর্থিকভাবে পিছিয়ে আছেন এমন ৫০ জন দম্পতির বিয়ের ব্যবস্থা করেন তাঁরা।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
১২ জুলাই বসবে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ের আসর। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। জোড়া প্রাক্–বিবাহের মতোই বিয়ের অনুষ্ঠানও যে হবে ঝলমলে, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গতকাল শুক্রবার ছিল সংগীত অনুষ্ঠান, সেখানে পারফর্ম করেন পপ তারকা জাস্টিন বিবার। প্রাক্–বিবাহ অনুষ্ঠানগুলোর মতোই এদিন বলিউডের বড় বড় তারকাদের দেখা গেছে অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠানেও বসছে তারার হাট। আম্বানিবাড়ির বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তালিকা জেনে নেওয়া যাক।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের এই বিয়েতে কয়েক হাজার অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে বলেই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এর মধ্যে রয়েছে ক্রিকেট জগতের তারকা থেকে শুরু করে বলিউড-হলিউড তারকারা এবং বড় রাজনীতিবিদেরা। আমন্ত্রিত অতিথিদের বাড়ি কার্ড পৌঁছে দেওয়াও শুরু হয়ে গেছে। মুকেশ আম্বানি নিজেই কিছু অতিথির বাড়িতে বিয়ের কার্ড নিয়ে পৌঁছেছেন। আবার কিছু ব্যক্তির বাড়িতে কার্ডসহ তাঁর স্ত্রী নীতা আম্বানিকেও দেখা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট জানিয়েছে, বলিউড তারকাদের মধ্যে শাহরুখ খান, সালমান খান, আমির খান, অক্ষয় কুমার, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের মতো তারকারা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এসব তারকাকে গতকাল শুক্রবারের সংগীতানুষ্ঠানেও দেখা গেছে।
এই জমকালো অনুষ্ঠানের অতিথি তালিকায় আরও রয়েছেন কারিনা কাপুর খান, করণ জোহর, জাহ্নবী কাপুর, অজয় দেবগন, কাজল, কারিশমা কাপুর, সারা আলী খান, ইব্রাহিম আলী খান, অনন্য পাণ্ডে, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, অর্পিতা খান, আয়ুষ শর্মা, জাহ্নবী কাপুর, শেহনাজ গিলসহ তারকারা।
ক্রিকেটারদের মধ্যে এবারে বিশ্বকাপজয়ী একাধিক ভারতীয় ক্রিকেটার ও সাবেক তারকা ক্রিকেটারদেরও দেখা যাবে। দাওয়াত পৌঁছেছে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছেও, এ ছাড়া ফুটবল থেকে অন্য খেলার তারকাদেরও দেখা যেতে পারে এ অনুষ্ঠানে।
দেশ-বিদেশের রাজনীতিবিদ ও নেতাদেরও বিয়েতে দেখা যেতে পারে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রথম সাড়ির প্রায় সব নেতা সেখানে আমন্ত্রণ পেয়েছেন। ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও তাঁর মা সোনিয়া গান্ধীর এ বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর বাড়িতে গিয়েছিলেন। এই সফরের মূল উদ্দেশ্য তাঁর ছেলে অনন্ত আম্বানির বিয়েতে গান্ধী পরিবারকে আমন্ত্রণ জানানো। এর আগে, মুকেশ আম্বানি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও বিয়ের আমন্ত্রণ জানিয়েছেন।চলতি বছরের মার্চে ভারতের জামনগরে প্রাক্–বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছিল ভারতের অন্যতম ধনী আম্বানি পরিবার। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস থেকে শুরু করে জাকারবার্গ, রিহানা থেকে শাহরুখ খান, এমনকি পুরো বলিউড; যেখানে পারফর্ম করেছিলেন রিহানা থেকে ভারতের অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মতো সংগীতশিল্পীরা।
এরপর, গত ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত ইতালিতে অনুষ্ঠিত হয় প্রাক্–বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ। ইতালি থেকে ফ্রান্সের জলপথে ক্রুজের মধ্যে পারফর্ম করেছিলেন কেটি পেরি। পাশাপাশি ব্যাকস্ট্রিট বয়েজ থেকে বলিউডের একাধিক তারকারা পারফর্ম করেছিলেন সেখানে।
আম্বানিবাড়িতে এই সময়ে এখন চলছে মামেরু সেরেমনি। গুজরাটি বিয়ের রীতিতে কন্যাপক্ষের বাড়ি থেকে বরপক্ষের ঘরে মিষ্টি, উপহার নিয়ে হাজির হন পাত্রীর মামা। বিয়ের আগে আশীর্বাদ পর্ব চলে এই অনুষ্ঠানে। সে জন্য দুই পরিবারের লোকজনই হাজির হয়েছেন ইতিমধ্যে। শুভ অনুষ্ঠান ঘিরে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে অ্যান্টিলা। তারকারাও এখনো হাজির হতে শুরু না করলেও এবার একে একে অনেকেই হাজির হবেন।
এদিকে, বিয়ের অনুষ্ঠানের ঠিক আগেই আম্বানিদের পরিবারের পক্ষ থেকে গণবিবাহের আয়োজন করা হয়েছিল। আর্থিকভাবে পিছিয়ে আছেন এমন ৫০ জন দম্পতির বিয়ের ব্যবস্থা করেন তাঁরা।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৩ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৩ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৪ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৫ ঘণ্টা আগে