নব্বইয়ের দশকে শাহরুখ খান ও সালমান খানের মায়ের ভূমিকায় অভিনয় করে সবার মন জয় করেছিলেন ভারতীয় অভিনেত্রী ফরিদা জালাল। এখনো মাঝে মাঝে পর্দায় দেখা যায় তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের দুই খানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেন ফরিদা। জানান, একসময় নিয়মিত যোগাযোগ হলেও এখন আর শাহরুখ-সালমানের সঙ্গে কথাবার্তা হয় না তাঁর।
ইন্ডিয়া টুডেকে ফরিদা বলেন, ‘না, তাঁদের সঙ্গে আমার যোগাযোগ হয় না। আর কীভাবেই বা হবে? ওরা সম্ভবত নিজেদের মোবাইল নম্বর পাল্টেছে।’
শাহরুখ-সালমানের সাফল্যে বেশ খুশি ফরিদা। মাঝে মাঝে তাঁদের সঙ্গে কথা বলার ইচ্ছে হয়, তাঁর কথায়, ‘তাঁদের আগের নম্বরে মাঝে মাঝে কল দিই। তখন ইচ্ছে হয় তাঁদের বলি—তোমাদের সাফল্যে আমি বেশ খুশি, তোমাদের সিনেমা পছন্দ করি, তোমরা খুব ভালো করছ। কিন্তু সেই নম্বরে কাউকে পাওয়া যায় না।’
তবে ফরিদা জানান, কাঁধের অস্ত্রোপচারের সময় শাহরুখ নিজে থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। অনেক সহায়তাও করেছিলেন সে সময়। এমনকি ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গেও ফরিদার সাক্ষাৎ করিয়ে দেন শাহরুখ।
ফরিদা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো সিনেমায় শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া তিনি সালমানের সঙ্গে ‘যব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘দুলহান হাম লে জায়েঙ্গে’-এর মতো সিনেমায় স্ক্রিন শেয়ার করেন। সবশেষ তাঁকে সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে দেখা গেছে।
নব্বইয়ের দশকে শাহরুখ খান ও সালমান খানের মায়ের ভূমিকায় অভিনয় করে সবার মন জয় করেছিলেন ভারতীয় অভিনেত্রী ফরিদা জালাল। এখনো মাঝে মাঝে পর্দায় দেখা যায় তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের দুই খানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেন ফরিদা। জানান, একসময় নিয়মিত যোগাযোগ হলেও এখন আর শাহরুখ-সালমানের সঙ্গে কথাবার্তা হয় না তাঁর।
ইন্ডিয়া টুডেকে ফরিদা বলেন, ‘না, তাঁদের সঙ্গে আমার যোগাযোগ হয় না। আর কীভাবেই বা হবে? ওরা সম্ভবত নিজেদের মোবাইল নম্বর পাল্টেছে।’
শাহরুখ-সালমানের সাফল্যে বেশ খুশি ফরিদা। মাঝে মাঝে তাঁদের সঙ্গে কথা বলার ইচ্ছে হয়, তাঁর কথায়, ‘তাঁদের আগের নম্বরে মাঝে মাঝে কল দিই। তখন ইচ্ছে হয় তাঁদের বলি—তোমাদের সাফল্যে আমি বেশ খুশি, তোমাদের সিনেমা পছন্দ করি, তোমরা খুব ভালো করছ। কিন্তু সেই নম্বরে কাউকে পাওয়া যায় না।’
তবে ফরিদা জানান, কাঁধের অস্ত্রোপচারের সময় শাহরুখ নিজে থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। অনেক সহায়তাও করেছিলেন সে সময়। এমনকি ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গেও ফরিদার সাক্ষাৎ করিয়ে দেন শাহরুখ।
ফরিদা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো সিনেমায় শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া তিনি সালমানের সঙ্গে ‘যব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘দুলহান হাম লে জায়েঙ্গে’-এর মতো সিনেমায় স্ক্রিন শেয়ার করেন। সবশেষ তাঁকে সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে দেখা গেছে।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
১৪ মিনিট আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৪ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৮ ঘণ্টা আগে