ঘুরে দাঁড়াচ্ছে সালমানের ছবি
চলচ্চিত্র সমালোচক থেকে দর্শক, সবার মন জয় করে নিয়েছে সালমান খান আর আয়ুষ শর্মার নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। আর দুই দিনেই প্রায় ১০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে ছবিটি। তাই বলা যায়, করোনার পর আরও একবার লাভের মুখ দেখতে যাচ্ছেন হলমালিকেরা।