বিনোদন ডেস্ক
সালমানভক্তরা অপেক্ষায় আছেন প্রিয় তারকার নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর মুক্তির জন্য। চলতি মাসের ২৬ তারিখে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। ইতিমধ্যেই ছবির ট্রেলার দেখে নড়েচড়ে বসেছেন দর্শক। কথা ছিল ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন সালমান খান। পরে চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়, সালমানের চরিত্রের ব্যাপ্তি বাড়ানো হয়।
শুটিং শেষ হওয়া পর্যন্ত বেশ কয়েক ধাপে পরিবর্তন করা হয়েছে চিত্রনাট্য। শুরুতে সালমান ছিলেন অতিথি চরিত্র। সেটা মেনেই শুটিংয়ের সম্মতি দিয়েছেন তিনি। পরে চরিত্রটির ব্যাপ্তি বাড়ানো হয়। তবে, সালমানের কোনো নায়িকা বা গান রাখা হয়নি। এটা ঠিক মনঃপূত হয়নি সালমানের। ফলে চিত্রনাট্যে আবার পরিবর্তন আনেন নির্মাতা মহেশ মাঞ্জেরেকর। নতুন করে সংযুক্ত করা হয় সালমানের নায়িকা এবং নাচ-গান। কিন্তু তত দিনে সালমানের ভালো লেগেছে চরিত্রটি। ফলে তিনি বললেন, ‘না, যেমন আছে তেমনই থাক। ছবিতে আমার চরিত্রের সঙ্গে এসবের একটিও মানায় না। সুতরাং কোনো প্রয়োজন নেই।’
আবারও আগের চিত্রনাট্যে ফিরে যান পরিচালক মহেশ মাঞ্জেরেকর। কিন্তু ছবির বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। তিনি বলেন, ‘ছবিতে সালমানোচিত কিচ্ছু নেই। নায়িকা নেই, সালমানের নাচ নেই। সালমানভক্তরা কীভাবে গ্রহণ করবে এই ছবি, সেটা ভেবেই টেনশন হচ্ছিল। তবে জোর পেয়েছি এটা ভেবে যে সালমান নিজে এই ছবির প্রতি ভরসা রাখছে।’
প্রশ্ন হলো, সালমান এই ছবি করতে রাজি হয়েছেন কেন? প্রথমত, ছবির প্রযোজক সালমান খান নিজেই। এই ছবির মূল চরিত্রে আছেন সালমানের ছোট বোন অর্পিতার স্বামী, আয়ুষ শর্মা। অ্যাকশন ধাঁচের এই ছবিতে দুজনের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। ছবিতে শিখ পুলিশ অফিসারের চরিত্রে থাকছেন সালমান, আয়ুষকে দেখা যাবে গ্যাংস্টারের চরিত্রে। আয়ুষ জানালেন, শুটিংয়ে ছবির একটি দৃশ্যে সালমানকে ঘুষি মারতে গিয়ে ভয়ে ঘেমে গিয়েছিলেন। শুধু তা-ই নয়, ভয়ের চোটে আগেভাগেই তিনি ফ্লোরের বাইরে একটি গাড়ির ব্যবস্থাও করে রেখেছিলেন। আয়ুষের যুক্তি, ‘যদি ঘুষি মারার দৃশ্যে কোনোরকম গন্ডগোল করে ফেলতাম, তাহলে আর এক মুহূর্তের জন্য ওখানে দাঁড়াতাম না। সোজা ওই গাড়িতে উঠে চম্পট দিতাম!’
সালমানভক্তরা অপেক্ষায় আছেন প্রিয় তারকার নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর মুক্তির জন্য। চলতি মাসের ২৬ তারিখে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। ইতিমধ্যেই ছবির ট্রেলার দেখে নড়েচড়ে বসেছেন দর্শক। কথা ছিল ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন সালমান খান। পরে চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়, সালমানের চরিত্রের ব্যাপ্তি বাড়ানো হয়।
শুটিং শেষ হওয়া পর্যন্ত বেশ কয়েক ধাপে পরিবর্তন করা হয়েছে চিত্রনাট্য। শুরুতে সালমান ছিলেন অতিথি চরিত্র। সেটা মেনেই শুটিংয়ের সম্মতি দিয়েছেন তিনি। পরে চরিত্রটির ব্যাপ্তি বাড়ানো হয়। তবে, সালমানের কোনো নায়িকা বা গান রাখা হয়নি। এটা ঠিক মনঃপূত হয়নি সালমানের। ফলে চিত্রনাট্যে আবার পরিবর্তন আনেন নির্মাতা মহেশ মাঞ্জেরেকর। নতুন করে সংযুক্ত করা হয় সালমানের নায়িকা এবং নাচ-গান। কিন্তু তত দিনে সালমানের ভালো লেগেছে চরিত্রটি। ফলে তিনি বললেন, ‘না, যেমন আছে তেমনই থাক। ছবিতে আমার চরিত্রের সঙ্গে এসবের একটিও মানায় না। সুতরাং কোনো প্রয়োজন নেই।’
আবারও আগের চিত্রনাট্যে ফিরে যান পরিচালক মহেশ মাঞ্জেরেকর। কিন্তু ছবির বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। তিনি বলেন, ‘ছবিতে সালমানোচিত কিচ্ছু নেই। নায়িকা নেই, সালমানের নাচ নেই। সালমানভক্তরা কীভাবে গ্রহণ করবে এই ছবি, সেটা ভেবেই টেনশন হচ্ছিল। তবে জোর পেয়েছি এটা ভেবে যে সালমান নিজে এই ছবির প্রতি ভরসা রাখছে।’
প্রশ্ন হলো, সালমান এই ছবি করতে রাজি হয়েছেন কেন? প্রথমত, ছবির প্রযোজক সালমান খান নিজেই। এই ছবির মূল চরিত্রে আছেন সালমানের ছোট বোন অর্পিতার স্বামী, আয়ুষ শর্মা। অ্যাকশন ধাঁচের এই ছবিতে দুজনের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। ছবিতে শিখ পুলিশ অফিসারের চরিত্রে থাকছেন সালমান, আয়ুষকে দেখা যাবে গ্যাংস্টারের চরিত্রে। আয়ুষ জানালেন, শুটিংয়ে ছবির একটি দৃশ্যে সালমানকে ঘুষি মারতে গিয়ে ভয়ে ঘেমে গিয়েছিলেন। শুধু তা-ই নয়, ভয়ের চোটে আগেভাগেই তিনি ফ্লোরের বাইরে একটি গাড়ির ব্যবস্থাও করে রেখেছিলেন। আয়ুষের যুক্তি, ‘যদি ঘুষি মারার দৃশ্যে কোনোরকম গন্ডগোল করে ফেলতাম, তাহলে আর এক মুহূর্তের জন্য ওখানে দাঁড়াতাম না। সোজা ওই গাড়িতে উঠে চম্পট দিতাম!’
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৮ ঘণ্টা আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১৬ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১৯ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২০ ঘণ্টা আগে