গত ২৬ নভেম্বর মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। ভারতের প্রায় ৩ হাজার ২০০টি সিনেমা হলে চলছে ছবিটি। সালমান খান এই ছবিতে মূল চরিত্র কি না তা নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে ছবি মুক্তির পর। অনেকেই মনে করছেন আয়ুষ মূল চরিত্র, সালমান খান অতিথি। ফলে ব্যবসায়িক ধামাকা তৈরি হয়নি। বক্স অফিস রিপোর্টও ভালো না।
এই ছবির প্রমোশনে প্রথম থেকেই ছিলেন সালমানের ভগ্নিপতি আয়ুষ। অন্যদিকে সালমান ব্যস্ত ছিলেন তাঁর ‘টাইগার’ সিরিজের শুটিং নিয়ে। এখন আফসোস করছেন। সংবাদ সম্মেলন ডেকে ভুল সংশোধন করতে চাইছেন। সব কাজ বাদ দিয়ে নেমেছেন প্রমোশনে। বলছেন, ‘ভক্তদের বলছি, যখন আমি বলব ছবিতে আছি, তার মানে আছি। আপনাদের কখনো মিথ্যে বলব না। অতিথি চরিত্রে অভিনয় করলে আমি নিজেই বলতাম। আমি শুটিংয়ে ছিলাম। আয়ুষ ফ্রি ছিল, প্রমোশন শুরু করেছে। রিউমার ছড়াল এই ছবি সালমানের নয়। ছবিটি আমারও।’
প্রমোশনের দোষটাই শেষ নয়। সমালোচকেরা বলছেন, ছবিতে ৪৫ মিনিট ছিলেন সালমান। তবে তাঁর নামেই প্রমোশন হয়েছে। বিগ বস, কপিল শর্মার মতো শোতে এই ছবির প্রমোশন হয়েছে। টুইট করে সালমান লেখেন, ‘বুকের ওপর থেকে বোঝা সরিয়ে ফেলেছি; এখন থেকে প্রমোশনের সম্পূর্ণ দায়িত্ব ভক্তদের দিলাম।’
বক্স অফিসে বাজে ওপেনিং হওয়ার পর এখন সালমান পুনরায় বোঝা নিজের কাঁধে তুলে নিতে চাইছেন। আগামী এক সপ্তাহ ভারতের বিভিন্ন জায়গায় নতুন করে প্রমোশন ইভেন্টে যাবেন। এই প্রমোশনে উজ্জীবিত হয়ে যদি দর্শক নতুন করে হলে যাওয়া শুরু করেন, তবেই রক্ষে।
যদিও সালমানের এই নতুন চেষ্টা কতখানি সুফল এনে দিতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন সমালোচকেরা। তাঁরা বলছেন, গল্প যদি দর্শককে না টানে, তাহলে অভিনেতা দিয়ে ছবি বাঁচানো যাবে না। ‘রেস ৩’, ‘দাবাং ৩’, ‘রাধে’র মতো ছবি দিয়ে দর্শকদের হতাশ করে তারই প্রমাণ দিয়েছেন সালমান। অনেকেরই আস্থা উঠে গেছে সালমানের ওপর থেকে। যার ফল পাচ্ছে ‘অন্তিম’।
গত ২৬ নভেম্বর মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। ভারতের প্রায় ৩ হাজার ২০০টি সিনেমা হলে চলছে ছবিটি। সালমান খান এই ছবিতে মূল চরিত্র কি না তা নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে ছবি মুক্তির পর। অনেকেই মনে করছেন আয়ুষ মূল চরিত্র, সালমান খান অতিথি। ফলে ব্যবসায়িক ধামাকা তৈরি হয়নি। বক্স অফিস রিপোর্টও ভালো না।
এই ছবির প্রমোশনে প্রথম থেকেই ছিলেন সালমানের ভগ্নিপতি আয়ুষ। অন্যদিকে সালমান ব্যস্ত ছিলেন তাঁর ‘টাইগার’ সিরিজের শুটিং নিয়ে। এখন আফসোস করছেন। সংবাদ সম্মেলন ডেকে ভুল সংশোধন করতে চাইছেন। সব কাজ বাদ দিয়ে নেমেছেন প্রমোশনে। বলছেন, ‘ভক্তদের বলছি, যখন আমি বলব ছবিতে আছি, তার মানে আছি। আপনাদের কখনো মিথ্যে বলব না। অতিথি চরিত্রে অভিনয় করলে আমি নিজেই বলতাম। আমি শুটিংয়ে ছিলাম। আয়ুষ ফ্রি ছিল, প্রমোশন শুরু করেছে। রিউমার ছড়াল এই ছবি সালমানের নয়। ছবিটি আমারও।’
প্রমোশনের দোষটাই শেষ নয়। সমালোচকেরা বলছেন, ছবিতে ৪৫ মিনিট ছিলেন সালমান। তবে তাঁর নামেই প্রমোশন হয়েছে। বিগ বস, কপিল শর্মার মতো শোতে এই ছবির প্রমোশন হয়েছে। টুইট করে সালমান লেখেন, ‘বুকের ওপর থেকে বোঝা সরিয়ে ফেলেছি; এখন থেকে প্রমোশনের সম্পূর্ণ দায়িত্ব ভক্তদের দিলাম।’
বক্স অফিসে বাজে ওপেনিং হওয়ার পর এখন সালমান পুনরায় বোঝা নিজের কাঁধে তুলে নিতে চাইছেন। আগামী এক সপ্তাহ ভারতের বিভিন্ন জায়গায় নতুন করে প্রমোশন ইভেন্টে যাবেন। এই প্রমোশনে উজ্জীবিত হয়ে যদি দর্শক নতুন করে হলে যাওয়া শুরু করেন, তবেই রক্ষে।
যদিও সালমানের এই নতুন চেষ্টা কতখানি সুফল এনে দিতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন সমালোচকেরা। তাঁরা বলছেন, গল্প যদি দর্শককে না টানে, তাহলে অভিনেতা দিয়ে ছবি বাঁচানো যাবে না। ‘রেস ৩’, ‘দাবাং ৩’, ‘রাধে’র মতো ছবি দিয়ে দর্শকদের হতাশ করে তারই প্রমাণ দিয়েছেন সালমান। অনেকেরই আস্থা উঠে গেছে সালমানের ওপর থেকে। যার ফল পাচ্ছে ‘অন্তিম’।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫