চলচ্চিত্র সমালোচক থেকে দর্শক, সবার মন জয় করে নিয়েছে সালমান খান আর আয়ুষ শর্মার নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। আর দুই দিনেই প্রায় ১০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে ছবিটি। তাই বলা যায়, করোনার পর আরও একবার লাভের মুখ দেখতে যাচ্ছেন হলমালিকরা।
শুক্রবার মুক্তির দিন থেকে শনিবার ছুটির দিন সামান্য বেশি দর্শক সমাগম হয়েছিল হলে। মনে করা হচ্ছে, আজ রোববার এই ব্যবসার পরিমাণ আরও বাড়বে। মুক্তির দিনে ৪.২৫-৪.৫ কোটির ব্যবসা করে সালমান-আয়ুষের ছবি। আর শনিবার তা বেড়ে দাঁড়ায় ৫.২৫ কোটি থেকে ৫.৫ কোটি রুপি। অর্থাৎ দুই দিন মিলে প্রায় ১০ কোটি আয় করেছে। মনে করা হচ্ছে, রোববার ৬ কোটি রুপির কাছাকাছি আয় হবে ‘অন্তিম’র।
বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ‘শুক্রবারের চেয়ে শনিবার ব্যবসার পরিমাণ সামান্য বেড়েছে। তা থেকে বোঝা যায়, শুধু স্টার ভ্যালু নয়, গল্পের জন্যও দর্শক হলে আসছেন সিনেমা দেখতে। আর রোববারও যদি ছবি একইরকম ব্যবসা করতে পারে তাহলে দাঁড়িয়ে যাবে অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ।’
ভারতে সালমানের ভক্তরা উৎসবে মেতেছেন বড় পর্দায় এত দিন পর ভাইজানের ছবি পেয়ে। শনিবার এক সিনেমা হলে ছবি চলাকালীন পোড়ানো হয় বাজি। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সালমান। হাত জোড় করে সাবধান হতে বলেন নিজের ভক্ত ও হলমালিকদের।
চলচ্চিত্র সমালোচক থেকে দর্শক, সবার মন জয় করে নিয়েছে সালমান খান আর আয়ুষ শর্মার নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। আর দুই দিনেই প্রায় ১০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে ছবিটি। তাই বলা যায়, করোনার পর আরও একবার লাভের মুখ দেখতে যাচ্ছেন হলমালিকরা।
শুক্রবার মুক্তির দিন থেকে শনিবার ছুটির দিন সামান্য বেশি দর্শক সমাগম হয়েছিল হলে। মনে করা হচ্ছে, আজ রোববার এই ব্যবসার পরিমাণ আরও বাড়বে। মুক্তির দিনে ৪.২৫-৪.৫ কোটির ব্যবসা করে সালমান-আয়ুষের ছবি। আর শনিবার তা বেড়ে দাঁড়ায় ৫.২৫ কোটি থেকে ৫.৫ কোটি রুপি। অর্থাৎ দুই দিন মিলে প্রায় ১০ কোটি আয় করেছে। মনে করা হচ্ছে, রোববার ৬ কোটি রুপির কাছাকাছি আয় হবে ‘অন্তিম’র।
বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ‘শুক্রবারের চেয়ে শনিবার ব্যবসার পরিমাণ সামান্য বেড়েছে। তা থেকে বোঝা যায়, শুধু স্টার ভ্যালু নয়, গল্পের জন্যও দর্শক হলে আসছেন সিনেমা দেখতে। আর রোববারও যদি ছবি একইরকম ব্যবসা করতে পারে তাহলে দাঁড়িয়ে যাবে অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ।’
ভারতে সালমানের ভক্তরা উৎসবে মেতেছেন বড় পর্দায় এত দিন পর ভাইজানের ছবি পেয়ে। শনিবার এক সিনেমা হলে ছবি চলাকালীন পোড়ানো হয় বাজি। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সালমান। হাত জোড় করে সাবধান হতে বলেন নিজের ভক্ত ও হলমালিকদের।
নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন ফেসবুকে নিজের একটি লেখা শেয়ার করেছেন। তাঁর অনুমতি সাপেক্ষে আজকের পত্রিকার পাঠকদের জন্য সেই লেখা হুবহু প্রকাশ করা হলো
৫ ঘণ্টা আগেজাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ১৯তম ইন্টারন্যাশনাল ইয়ুথ ফর হিউম্যান রাইটস সামিটে বক্তা হিসেবে অংশ নিয়েছেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। প্রথম বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে এই সম্মেলনে বক্তব্য দেওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
৫ ঘণ্টা আগেগত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের...
১৮ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী।
১৮ ঘণ্টা আগে