বিনোদন ডেস্ক
চলচ্চিত্র সমালোচক থেকে দর্শক, সবার মন জয় করে নিয়েছে সালমান খান আর আয়ুষ শর্মার নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। আর দুই দিনেই প্রায় ১০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে ছবিটি। তাই বলা যায়, করোনার পর আরও একবার লাভের মুখ দেখতে যাচ্ছেন হলমালিকরা।
শুক্রবার মুক্তির দিন থেকে শনিবার ছুটির দিন সামান্য বেশি দর্শক সমাগম হয়েছিল হলে। মনে করা হচ্ছে, আজ রোববার এই ব্যবসার পরিমাণ আরও বাড়বে। মুক্তির দিনে ৪.২৫-৪.৫ কোটির ব্যবসা করে সালমান-আয়ুষের ছবি। আর শনিবার তা বেড়ে দাঁড়ায় ৫.২৫ কোটি থেকে ৫.৫ কোটি রুপি। অর্থাৎ দুই দিন মিলে প্রায় ১০ কোটি আয় করেছে। মনে করা হচ্ছে, রোববার ৬ কোটি রুপির কাছাকাছি আয় হবে ‘অন্তিম’র।
বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ‘শুক্রবারের চেয়ে শনিবার ব্যবসার পরিমাণ সামান্য বেড়েছে। তা থেকে বোঝা যায়, শুধু স্টার ভ্যালু নয়, গল্পের জন্যও দর্শক হলে আসছেন সিনেমা দেখতে। আর রোববারও যদি ছবি একইরকম ব্যবসা করতে পারে তাহলে দাঁড়িয়ে যাবে অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ।’
ভারতে সালমানের ভক্তরা উৎসবে মেতেছেন বড় পর্দায় এত দিন পর ভাইজানের ছবি পেয়ে। শনিবার এক সিনেমা হলে ছবি চলাকালীন পোড়ানো হয় বাজি। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সালমান। হাত জোড় করে সাবধান হতে বলেন নিজের ভক্ত ও হলমালিকদের।
চলচ্চিত্র সমালোচক থেকে দর্শক, সবার মন জয় করে নিয়েছে সালমান খান আর আয়ুষ শর্মার নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। আর দুই দিনেই প্রায় ১০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে ছবিটি। তাই বলা যায়, করোনার পর আরও একবার লাভের মুখ দেখতে যাচ্ছেন হলমালিকরা।
শুক্রবার মুক্তির দিন থেকে শনিবার ছুটির দিন সামান্য বেশি দর্শক সমাগম হয়েছিল হলে। মনে করা হচ্ছে, আজ রোববার এই ব্যবসার পরিমাণ আরও বাড়বে। মুক্তির দিনে ৪.২৫-৪.৫ কোটির ব্যবসা করে সালমান-আয়ুষের ছবি। আর শনিবার তা বেড়ে দাঁড়ায় ৫.২৫ কোটি থেকে ৫.৫ কোটি রুপি। অর্থাৎ দুই দিন মিলে প্রায় ১০ কোটি আয় করেছে। মনে করা হচ্ছে, রোববার ৬ কোটি রুপির কাছাকাছি আয় হবে ‘অন্তিম’র।
বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ‘শুক্রবারের চেয়ে শনিবার ব্যবসার পরিমাণ সামান্য বেড়েছে। তা থেকে বোঝা যায়, শুধু স্টার ভ্যালু নয়, গল্পের জন্যও দর্শক হলে আসছেন সিনেমা দেখতে। আর রোববারও যদি ছবি একইরকম ব্যবসা করতে পারে তাহলে দাঁড়িয়ে যাবে অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ।’
ভারতে সালমানের ভক্তরা উৎসবে মেতেছেন বড় পর্দায় এত দিন পর ভাইজানের ছবি পেয়ে। শনিবার এক সিনেমা হলে ছবি চলাকালীন পোড়ানো হয় বাজি। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সালমান। হাত জোড় করে সাবধান হতে বলেন নিজের ভক্ত ও হলমালিকদের।
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৮ ঘণ্টা আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১৬ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১৯ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২০ ঘণ্টা আগে