অনলাইন ডেস্ক
রাশিয়া এবং তুরস্কে ‘টাইগার ৩’ ছবির কাজ সেরে দেশে ফিরেছেন বলিউড তারকা সালমান খান। যথারীতি মুম্বাই বিমানবন্দরে তাঁকে একঝলক দেখতে ও ছবি তুলতে অপেক্ষা করছিলেন ভক্তরা। কিন্তু একি! সালমান খান মাস্ক পরেছেন উল্টো! বিষয়টি হাসির খোরাক হয়ে উঠছে অনুরাগী, ভক্তদের কাছে। কেউ কেউ নাকি ব্যঙ্গ করে বলেছেন, মাস্ক পরার অভ্যাস না থাকলে এ ধরনের ভুল হওয়াটাই স্বাভাবিক।
উল্টো মাস্ক পড়ার ছবি ও একটি ভিডিও parulkhanna 01 একটি ইনস্টাগ্রামে আইডিতে দেখা যায়। এ ছাড়া ভারতীয় একটি গণমাধ্যমের সংবাদ হয়ে ওঠে বিষয়টি।
কালো টি শার্টের সঙ্গে ডেনিম শার্ট পরেছিলেন সালমান খান। মাথায় টুপি। মুখে পরেছিলেন কালো মাস্ক। সালমানের মাস্কে সোনালি রঙের সুতো দিয়ে ফুটিয়ে তোলা তাঁর নামের প্রথম অক্ষর দুটি ‘এস কে’। কিন্তু তিনি মাস্কটি উল্টো পরার ফলে সেই অক্ষর দুটিও উল্টো দেখাচ্ছিল।
সেই অবস্থাতেই চিত্রগ্রাহকদের ক্যামেরায় দৃশ্যবন্দী হন এই বলিউড তারকা। এ দৃশ্য দেখে হাসি চেপে রাখতে পারলেন না তাঁর একনিষ্ঠ অনুরাগীরাও। কেউ কেউ ব্যঙ্গ করেছেন, কেউ তাঁকে ঠিক করে মাস্ক পরার উপদেশ দিয়েছেন। জানা গেছে, ‘বিগ বস’-এর পনেরোতম পর্যায় সঞ্চালনার দায়িত্ব তাঁরই কাঁধে। শিঘ্রই শুরু হবে এই শো তাই দেশে ফিরে এসেছেন তিনি।
রাশিয়া এবং তুরস্কে ‘টাইগার ৩’ ছবির কাজ সেরে দেশে ফিরেছেন বলিউড তারকা সালমান খান। যথারীতি মুম্বাই বিমানবন্দরে তাঁকে একঝলক দেখতে ও ছবি তুলতে অপেক্ষা করছিলেন ভক্তরা। কিন্তু একি! সালমান খান মাস্ক পরেছেন উল্টো! বিষয়টি হাসির খোরাক হয়ে উঠছে অনুরাগী, ভক্তদের কাছে। কেউ কেউ নাকি ব্যঙ্গ করে বলেছেন, মাস্ক পরার অভ্যাস না থাকলে এ ধরনের ভুল হওয়াটাই স্বাভাবিক।
উল্টো মাস্ক পড়ার ছবি ও একটি ভিডিও parulkhanna 01 একটি ইনস্টাগ্রামে আইডিতে দেখা যায়। এ ছাড়া ভারতীয় একটি গণমাধ্যমের সংবাদ হয়ে ওঠে বিষয়টি।
কালো টি শার্টের সঙ্গে ডেনিম শার্ট পরেছিলেন সালমান খান। মাথায় টুপি। মুখে পরেছিলেন কালো মাস্ক। সালমানের মাস্কে সোনালি রঙের সুতো দিয়ে ফুটিয়ে তোলা তাঁর নামের প্রথম অক্ষর দুটি ‘এস কে’। কিন্তু তিনি মাস্কটি উল্টো পরার ফলে সেই অক্ষর দুটিও উল্টো দেখাচ্ছিল।
সেই অবস্থাতেই চিত্রগ্রাহকদের ক্যামেরায় দৃশ্যবন্দী হন এই বলিউড তারকা। এ দৃশ্য দেখে হাসি চেপে রাখতে পারলেন না তাঁর একনিষ্ঠ অনুরাগীরাও। কেউ কেউ ব্যঙ্গ করেছেন, কেউ তাঁকে ঠিক করে মাস্ক পরার উপদেশ দিয়েছেন। জানা গেছে, ‘বিগ বস’-এর পনেরোতম পর্যায় সঞ্চালনার দায়িত্ব তাঁরই কাঁধে। শিঘ্রই শুরু হবে এই শো তাই দেশে ফিরে এসেছেন তিনি।
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৮ ঘণ্টা আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১৬ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১৯ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২০ ঘণ্টা আগে