সালমান খান ও আয়ুষ শর্মা অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবির কাজ চলাকালীনই মহেশ জানতে পারেন তিনি ক্যানসার আক্রান্ত। তবে সে সময় মহেশ সবাইকে কথাটা জানাননি। অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকারকে সম্প্রতি কথা বলতে শোনা গেল ক্যানসার নিয়ে। ‘অন্তিম’ ছবির শুটিং চলাকালীন মরণরোগের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। ছবির শুটিং শেষ করে সার্জারি করান তিনি। তবে, এখন তিনি ক্যানসারমুক্ত। আর গর্বের সঙ্গে তা ঘোষণা করলেন পরিচালক।
ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মহেশ বলেন, ‘অন্তিম-র শেষ দিকের শুটিং চলছে তখন, জানতে পারি আমি ক্যানসার আক্রান্ত। কিন্তু আজ আমি পুরোপুরি সুস্থ। আমি অনেক ভাগ্যবান যে কেমোথেরাপি আমার ওপর সেভাবে প্রভাব ফেলতে পারেনি। শুটিংয়ের সময়েই আমার কেমো চলছিল। তারপর সার্জারি করা হয়। হয়তো আমার কাজের প্রতি ভালোবাসাই আমাকে উৎসাহ দিয়েছিল শুটিং চালিয়ে নিয়ে যেতে। আমার ক্যানসার আছে শুনেও আমি ততটা ভয় পাইনি। বরং আমি ভাবতাম, এমন অনেকে আছে যাঁরা ক্যানসারকে হারিয়ে দিয়েছে। সেসব মানুষদের গল্প শুনে উৎসাহ পেতাম নতুনভাবে জীবন চালানোর।’
‘কাঁটে’, ‘দাবাং’, ‘মুসাফির’, ‘জিন্দা’, ‘স্লামডগ মিলিওনেয়ার’, ‘বাস্তব’-র মতো ছবিতে অভিনয় করেছেন মহেশ মঞ্জরেকর। আগামী মাসে মুক্তি পাবে সালমান খান ও আয়ুষ শর্মা অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবি। এই ছবির ট্রেলার উন্মুক্ত অনুষ্ঠানেই নিজের ক্যানসার আক্রান্ত হওয়া নিয়ে কথা বলেন তিনি। সালমান খান তখন বলেন, ‘শুটিং চলাকালে আমাদের কাউকে কিছু জানায়নি। কাজ শেষ হলেই নিজের অপারেশন করিয়ে নেয়। তখন জানতে পারি। কাজটা তিনি মোটেও ভালো করেননি। আমরা তার এত কাছের মানুষ তাঁর এই দুঃসময়ের কথা জানতে পারিনি। তবে মহেশ শক্ত মানুষ, হয়তো চাননি আমরা সহানভূতি দেখাই।’
সালমানের সঙ্গে মহেশের হৃদ্যতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ‘ওয়ান্টেড’, ‘দাবাং’, ‘দাবাং ৩’-তে তাঁরা একসাথে কাজ করেছেন।
সালমান খান ও আয়ুষ শর্মা অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবির কাজ চলাকালীনই মহেশ জানতে পারেন তিনি ক্যানসার আক্রান্ত। তবে সে সময় মহেশ সবাইকে কথাটা জানাননি। অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকারকে সম্প্রতি কথা বলতে শোনা গেল ক্যানসার নিয়ে। ‘অন্তিম’ ছবির শুটিং চলাকালীন মরণরোগের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। ছবির শুটিং শেষ করে সার্জারি করান তিনি। তবে, এখন তিনি ক্যানসারমুক্ত। আর গর্বের সঙ্গে তা ঘোষণা করলেন পরিচালক।
ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মহেশ বলেন, ‘অন্তিম-র শেষ দিকের শুটিং চলছে তখন, জানতে পারি আমি ক্যানসার আক্রান্ত। কিন্তু আজ আমি পুরোপুরি সুস্থ। আমি অনেক ভাগ্যবান যে কেমোথেরাপি আমার ওপর সেভাবে প্রভাব ফেলতে পারেনি। শুটিংয়ের সময়েই আমার কেমো চলছিল। তারপর সার্জারি করা হয়। হয়তো আমার কাজের প্রতি ভালোবাসাই আমাকে উৎসাহ দিয়েছিল শুটিং চালিয়ে নিয়ে যেতে। আমার ক্যানসার আছে শুনেও আমি ততটা ভয় পাইনি। বরং আমি ভাবতাম, এমন অনেকে আছে যাঁরা ক্যানসারকে হারিয়ে দিয়েছে। সেসব মানুষদের গল্প শুনে উৎসাহ পেতাম নতুনভাবে জীবন চালানোর।’
‘কাঁটে’, ‘দাবাং’, ‘মুসাফির’, ‘জিন্দা’, ‘স্লামডগ মিলিওনেয়ার’, ‘বাস্তব’-র মতো ছবিতে অভিনয় করেছেন মহেশ মঞ্জরেকর। আগামী মাসে মুক্তি পাবে সালমান খান ও আয়ুষ শর্মা অভিনীত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবি। এই ছবির ট্রেলার উন্মুক্ত অনুষ্ঠানেই নিজের ক্যানসার আক্রান্ত হওয়া নিয়ে কথা বলেন তিনি। সালমান খান তখন বলেন, ‘শুটিং চলাকালে আমাদের কাউকে কিছু জানায়নি। কাজ শেষ হলেই নিজের অপারেশন করিয়ে নেয়। তখন জানতে পারি। কাজটা তিনি মোটেও ভালো করেননি। আমরা তার এত কাছের মানুষ তাঁর এই দুঃসময়ের কথা জানতে পারিনি। তবে মহেশ শক্ত মানুষ, হয়তো চাননি আমরা সহানভূতি দেখাই।’
সালমানের সঙ্গে মহেশের হৃদ্যতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ‘ওয়ান্টেড’, ‘দাবাং’, ‘দাবাং ৩’-তে তাঁরা একসাথে কাজ করেছেন।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৪ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২০ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২০ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২০ ঘণ্টা আগে