Ajker Patrika

আরিয়ানের জন্য বন্ধ সালমানের ‘টাইগার’

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৭: ২৯
আরিয়ানের জন্য বন্ধ সালমানের ‘টাইগার’

মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্দি আরিয়ান খান। আজ ২০ অক্টোবর তাঁর জামিন মামলার শুনানি। শুটিং বন্ধ করে ছেলের মুক্তির জন্য দৌঁড়াচ্ছেন কিং খান শাহরুখ। ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে চেষ্টার কোনও কমতি রাখছেন না এই তারকা অভিনেতা। তবে জানেন কি? কেবল শাহরুখ নয়, আরিয়ানের গ্রেপ্তারির প্রভাব পড়েছে সালমান খানের ছবিতেও। বন্ধ হতে পারে ‘টাইগার থ্রি’ ছবির শুটিংও!

সালমান খান ও শাহরুখ খানআরিয়ানের গ্রেপ্তারির পর থেকেই বন্ধু শাহরুখের পাশে দাঁড়িয়েছেন সালমান খান। পরিবারসহ শাহরুখের বাসভবন মান্নতে গিয়েছেন ভাইজান। একাধিকবার ফোনেও কথা বলেছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। অনেকেই বলছেন, আরিয়ানের ছাড়া পাওয়ার উপর নাকি নির্ভর করছে ভাইজানের ‘টাইগার থ্রি’ এর ভাগ্য!

আরিয়ান খানআরিয়ান খান গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে ‘পাঠান’ এবং অ্যাটলির একটি ছবির শুটিং বন্ধ করেছেন শাহরুখ। এমনকী দীপিকা পাডুকোনের সঙ্গে স্পেনে গিয়ে তাঁর একটি গানের শুটিংয়ের কথা থাকলেও, তা সম্ভব হয়নি। কেবল তাই নয়, আরিয়ানের গ্রেপ্তারিতে প্রভাব পড়েছে সালমান খান এবং ক্য়াটরিনা কাইফ এর ছবি টাইগার থ্রি’-তেও। কারণ এই ছবিতে ক্যামিও করার কথা শাহরুখ খানের। উল্টো দিকে পাঠানেও অতিথি চরিত্র করার কথা সালমান খানের। ফলে আরিয়ান খান মুক্তি না পেলে দুই খানই পরস্পরের ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে পারছেন না। ফলে মাঝপথে বন্ধ হয়ে পড়ে রয়েছে ‘পাঠান’ এবং ‘টাইগার থ্রি’ ছবির শুটিং।

আরও পড়ুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত