আজ সবার বয়স ও জন্মসালের যোগফল ২০২৩, হাজার বছরে একবার কি
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে, আজ ১০ ডিসেম্বর একটি খুব বিশেষ দিন। কারণ, প্রত্যেকের বয়স আজ ২০২৩! এটি প্রতি এক হাজার বছরে একবার ঘটে। এটি বের করার প্রক্রিয়া হলো, বয়সের সঙ্গে জন্মসাল যোগ করা।