ফ্যাক্টচেক ডেস্ক
‘ওনার জন্যই শাহজাহান তাজমহল বানিয়েছিল’—এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রাজকীয় পোশাকে সজ্জিত এক নারীর ছবি ভাইরাল হয়েছে। ‘বিংশ শতাব্দী’ নামের একটি ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৭ মিনিটে দেওয়া এমন একটি পোস্টে প্রায় ৩ হাজার রিয়েকশন পড়েছে। ছবিটিতে মন্তব্য পড়েছে চার শর কাছাকাছি। এসব মন্তব্যে ফেসবুক ব্যবহারকারীরা সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মমতাজের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
অনন্যা মজুমদার নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘সত্যিকারের ভালোবাসা কখনো রূপ খোঁজে না। সুন্দর চেহারা দিয়ে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা মনের ব্যাপার।’
আরেকজন লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর, রংহীন।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘যে ভালোবেসেছিল কেবল সেই জানে, তার কাছে সে কতটা মূল্যবান ছিল।’
ছবিটি কি সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের?
রিভার্স ইমেজ অনুসন্ধানে স্টক ফটোর ওয়েবসাইট অ্যালামিতে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের দাবিতে প্রচারিত ছবিটি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটিতে ছবিটির পরিচয়ে বলা হয়েছে, রাজকীয় পোশাকে সজ্জিত এই নারীর নাম শাহ জাহান বেগম। তিনি ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের রানি ছিলেন। তিনি ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯০১ সালে মৃত্যুবরণ করেন।
যুক্তরাজ্য ভিত্তিক নিবন্ধিত দাতব্য সংস্থা রয়্যাল কালেকশন ট্রাস্টের ওয়েবসাইটে একই ছবি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটিতে ছবিটির পরিচয় সম্পর্কে বলা হয়েছে, ছবিতে থাকা নারীর নাম সুলতান শাহজাহান বেগম।
ছবিটির বিবরণে বলা হয়েছে, ব্রিটিশ রাজত্বের সঙ্গে ভারতের শাসকদের কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে ব্রিটেনের তৎকালীন রানি ভিক্টোরিয়ার সবচেয়ে বড় ছেলে প্রিন্স অব ওয়েলস আলবার্ট এডওয়ার্ড ১৮৭৫ সালের অক্টোবরে ভারতীয় উপমহাদেশ সফরে আসেন। ওই সময় তিনি ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপালের ২১টি শহর এবং রাজ্য পরিদর্শন করেন। ১৮৭৬ সালের মে মাসে তিনি ইংল্যান্ডে ফিরে যান।
এই সফরের ছয়টি ছবির অ্যালবাম তৈরি করা হয়েছিল। সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের দাবিতে ভাইরাল ছবিটি এমনই একটি অ্যালবাম থেকে নেওয়া। ছবিটি তুলেছিল ভারতের কলকাতা, মুম্বাই এবং সিমলাতে ছবির স্টুডিও পরিচালনাকারী প্রতিষ্ঠান বোর্ন ও শেফার্ড।
ভাইরাল ছবিটির নারীর পরিচয় প্রসঙ্গে পাকিস্তান ভিত্তিক দ্য ফ্রাইডে টাইমস নামের একটি সাপ্তাহিকে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ ভাইরাল ছবিটি সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের না। এটি ভারতের ভোপালের শাসক শাহজাহান বেগমের।
সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহল
অনুসন্ধানে তাজমহলের অফিশিয়াল ওয়েবসাইটে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের ছবি পাওয়া যায়। ওয়েবসাইটে মমতাজ মহলের পরিচয় সম্পর্কে বলা হয়েছে, তিনি ১৫৯৩ সালের এপ্রিলে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আর্জুমান্দ বানু বেগম। তিনি ১৬৩১ সালের ১৭ জুন মারা যান। তাঁর সমাধিকে কেন্দ্র করেই তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান।
‘ওনার জন্যই শাহজাহান তাজমহল বানিয়েছিল’—এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রাজকীয় পোশাকে সজ্জিত এক নারীর ছবি ভাইরাল হয়েছে। ‘বিংশ শতাব্দী’ নামের একটি ফেসবুক পেজ থেকে গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৭ মিনিটে দেওয়া এমন একটি পোস্টে প্রায় ৩ হাজার রিয়েকশন পড়েছে। ছবিটিতে মন্তব্য পড়েছে চার শর কাছাকাছি। এসব মন্তব্যে ফেসবুক ব্যবহারকারীরা সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মমতাজের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
অনন্যা মজুমদার নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘সত্যিকারের ভালোবাসা কখনো রূপ খোঁজে না। সুন্দর চেহারা দিয়ে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা মনের ব্যাপার।’
আরেকজন লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর, রংহীন।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘যে ভালোবেসেছিল কেবল সেই জানে, তার কাছে সে কতটা মূল্যবান ছিল।’
ছবিটি কি সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের?
রিভার্স ইমেজ অনুসন্ধানে স্টক ফটোর ওয়েবসাইট অ্যালামিতে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের দাবিতে প্রচারিত ছবিটি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটিতে ছবিটির পরিচয়ে বলা হয়েছে, রাজকীয় পোশাকে সজ্জিত এই নারীর নাম শাহ জাহান বেগম। তিনি ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের রানি ছিলেন। তিনি ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯০১ সালে মৃত্যুবরণ করেন।
যুক্তরাজ্য ভিত্তিক নিবন্ধিত দাতব্য সংস্থা রয়্যাল কালেকশন ট্রাস্টের ওয়েবসাইটে একই ছবি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটিতে ছবিটির পরিচয় সম্পর্কে বলা হয়েছে, ছবিতে থাকা নারীর নাম সুলতান শাহজাহান বেগম।
ছবিটির বিবরণে বলা হয়েছে, ব্রিটিশ রাজত্বের সঙ্গে ভারতের শাসকদের কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে ব্রিটেনের তৎকালীন রানি ভিক্টোরিয়ার সবচেয়ে বড় ছেলে প্রিন্স অব ওয়েলস আলবার্ট এডওয়ার্ড ১৮৭৫ সালের অক্টোবরে ভারতীয় উপমহাদেশ সফরে আসেন। ওই সময় তিনি ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপালের ২১টি শহর এবং রাজ্য পরিদর্শন করেন। ১৮৭৬ সালের মে মাসে তিনি ইংল্যান্ডে ফিরে যান।
এই সফরের ছয়টি ছবির অ্যালবাম তৈরি করা হয়েছিল। সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের দাবিতে ভাইরাল ছবিটি এমনই একটি অ্যালবাম থেকে নেওয়া। ছবিটি তুলেছিল ভারতের কলকাতা, মুম্বাই এবং সিমলাতে ছবির স্টুডিও পরিচালনাকারী প্রতিষ্ঠান বোর্ন ও শেফার্ড।
ভাইরাল ছবিটির নারীর পরিচয় প্রসঙ্গে পাকিস্তান ভিত্তিক দ্য ফ্রাইডে টাইমস নামের একটি সাপ্তাহিকে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ ভাইরাল ছবিটি সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের না। এটি ভারতের ভোপালের শাসক শাহজাহান বেগমের।
সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহল
অনুসন্ধানে তাজমহলের অফিশিয়াল ওয়েবসাইটে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের ছবি পাওয়া যায়। ওয়েবসাইটে মমতাজ মহলের পরিচয় সম্পর্কে বলা হয়েছে, তিনি ১৫৯৩ সালের এপ্রিলে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আর্জুমান্দ বানু বেগম। তিনি ১৬৩১ সালের ১৭ জুন মারা যান। তাঁর সমাধিকে কেন্দ্র করেই তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৫ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
৯ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২২ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৩ দিন আগে