একটি পরিত্যক্ত বোয়িং ৭৩৭ জাহাজকে বিলাসবহুল এক ভিলায় রূপান্তর করে ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো আলোড়ন তুলেছেন এক রুশ ধনকুবের। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ বলছেন এমন এক ভিলায় থাকার সুযোগ পেলে বর্তে যাবেন। আজব এই ভিলার দেখা পাবেন ইন্দোনেশিয়ার বালির মনোমুগ্ধকর নায়াং নায়াং পাহাড়ে।
শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা টুইটারে বেশ সক্রিয়। এক কোটির বেশি অনুসরণকারীর জন্য নিয়মিত সমসাময়িক বিভিন্ন বিষয় এবং আকর্ষণীয় বিষয়ে পোস্ট দেন। শনিবার তিনি একটি বাণিজ্যিক বিমানকে একটি ভিলায় পরিণত করেছেন এমন একজন ব্যক্তির একটি আকর্ষণীয় ভিডিও শেয়ার করেন। রুশ উদ্যোক্তা ফেলিক্স ডেমিন হিসেবে তাঁকে শনাক্ত করা গেছে। তিনি একটি পরিত্যক্ত বোয়িং ৭৩৭ উড়োজাহাজকে বিলাসবহুল প্রাইভেট ভিলায় রূপান্তরিত করেছেন। যেখানে দুটি বেডরুম, ভারত মহাসাগরের দৃশ্যসহ একটি ইনফিনিটি পুল এবং একটি চত্বর রয়েছে।
এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
‘কিছু লোক এতটাই ভাগ্যবান যে তাদের কল্পনাকে বাস্তবে রূপান্তর করতে সক্ষম হন। এই ব্যক্তি তার কল্পনার ওপর কোনো সীমাবদ্ধতা আরোপ করে বলে মনে হয় না। আমি কখনো এখানে থাকার বুকিং দিতে আগ্রহী হব কিনা তা ভাবছিলাম। কিন্তু আমি এই অভিজ্ঞতার পরে জেট ল্যাগ নিয়ে কিছুটা চিন্তিত।’ মাহিন্দ্রা এক্সে লিখেন। ভিডিওতে মি. ডেমিনকে উড়োজাহাজ-ভিলাতে ভার্চুয়াল ট্যুর দিতে দেখা যায়।
ভেতরে একটি বারসহ একটি বসার ঘর চোখে পড়ে। সেখানে একটি সোফা-বিছানা এবং একটি কাচের প্রবেশপথের দেখা মেলে। বিশাল আলমারিসহ দুটি বেডরুম রয়েছে। ককপিটটিকে একটি বড় বাথরুমে রূপান্তরিত করা হয়েছে। এতে চমৎকার দুটি লাউঞ্জও রয়েছে।
সিএনএন জানিয়েছে, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি ডেমিন ২০২১ সালে কিনেছিলেন এবং দুর্গম স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন । ২০২৩ সালে এর দুয়ার খোলা হয়। দ্রুত বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় ও বিলাসবহুল থাকার জায়গা গুলির মধ্যে জায়গা করে নেয় এটি।
এক্স ব্যবহারকারীদের কমেন্টে অনন্য এই ভিলার প্রতি মুগ্ধতা চাখে পড়ে। অনেকেই বলেন যে তারা এটিতে থাকার সুযোগ পেলে খুশি হবেন। এই প্রাইভেট জেট ভিলা ভাড়াও নেওয়া যায়।
একজন ব্যবহারকারী বলেন, ‘অতি বিলাসবহুল এক জীবন এটি।’ অন্যরা একে ‘অসাধারণ’, ‘আশ্চর্যজনক’ এমন নানান বিশেষণ দিয়েছেন।
অন্য একজন বলেন, ‘আপনার কল্পনাকে জাগিয়ে তোলে এমন একটি জায়গায় থাকার কথা ভাবতে পারেন! জেট ল্যাগ একটি উদ্বেগের কারণ হতে পারে! কিন্তু এ ধরনের একটি অনন্য অভিজ্ঞতার জন্য এটি কিছুই না। বাস্তবে ফিরে আসার আগে তাতে খাপ খাওয়ানোর জন্য হয়তো কিছু অতিরিক্ত সময় পরিকল্পনা করতে হবে।’
একটি পরিত্যক্ত বোয়িং ৭৩৭ জাহাজকে বিলাসবহুল এক ভিলায় রূপান্তর করে ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো আলোড়ন তুলেছেন এক রুশ ধনকুবের। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ বলছেন এমন এক ভিলায় থাকার সুযোগ পেলে বর্তে যাবেন। আজব এই ভিলার দেখা পাবেন ইন্দোনেশিয়ার বালির মনোমুগ্ধকর নায়াং নায়াং পাহাড়ে।
শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা টুইটারে বেশ সক্রিয়। এক কোটির বেশি অনুসরণকারীর জন্য নিয়মিত সমসাময়িক বিভিন্ন বিষয় এবং আকর্ষণীয় বিষয়ে পোস্ট দেন। শনিবার তিনি একটি বাণিজ্যিক বিমানকে একটি ভিলায় পরিণত করেছেন এমন একজন ব্যক্তির একটি আকর্ষণীয় ভিডিও শেয়ার করেন। রুশ উদ্যোক্তা ফেলিক্স ডেমিন হিসেবে তাঁকে শনাক্ত করা গেছে। তিনি একটি পরিত্যক্ত বোয়িং ৭৩৭ উড়োজাহাজকে বিলাসবহুল প্রাইভেট ভিলায় রূপান্তরিত করেছেন। যেখানে দুটি বেডরুম, ভারত মহাসাগরের দৃশ্যসহ একটি ইনফিনিটি পুল এবং একটি চত্বর রয়েছে।
এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
‘কিছু লোক এতটাই ভাগ্যবান যে তাদের কল্পনাকে বাস্তবে রূপান্তর করতে সক্ষম হন। এই ব্যক্তি তার কল্পনার ওপর কোনো সীমাবদ্ধতা আরোপ করে বলে মনে হয় না। আমি কখনো এখানে থাকার বুকিং দিতে আগ্রহী হব কিনা তা ভাবছিলাম। কিন্তু আমি এই অভিজ্ঞতার পরে জেট ল্যাগ নিয়ে কিছুটা চিন্তিত।’ মাহিন্দ্রা এক্সে লিখেন। ভিডিওতে মি. ডেমিনকে উড়োজাহাজ-ভিলাতে ভার্চুয়াল ট্যুর দিতে দেখা যায়।
ভেতরে একটি বারসহ একটি বসার ঘর চোখে পড়ে। সেখানে একটি সোফা-বিছানা এবং একটি কাচের প্রবেশপথের দেখা মেলে। বিশাল আলমারিসহ দুটি বেডরুম রয়েছে। ককপিটটিকে একটি বড় বাথরুমে রূপান্তরিত করা হয়েছে। এতে চমৎকার দুটি লাউঞ্জও রয়েছে।
সিএনএন জানিয়েছে, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি ডেমিন ২০২১ সালে কিনেছিলেন এবং দুর্গম স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন । ২০২৩ সালে এর দুয়ার খোলা হয়। দ্রুত বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় ও বিলাসবহুল থাকার জায়গা গুলির মধ্যে জায়গা করে নেয় এটি।
এক্স ব্যবহারকারীদের কমেন্টে অনন্য এই ভিলার প্রতি মুগ্ধতা চাখে পড়ে। অনেকেই বলেন যে তারা এটিতে থাকার সুযোগ পেলে খুশি হবেন। এই প্রাইভেট জেট ভিলা ভাড়াও নেওয়া যায়।
একজন ব্যবহারকারী বলেন, ‘অতি বিলাসবহুল এক জীবন এটি।’ অন্যরা একে ‘অসাধারণ’, ‘আশ্চর্যজনক’ এমন নানান বিশেষণ দিয়েছেন।
অন্য একজন বলেন, ‘আপনার কল্পনাকে জাগিয়ে তোলে এমন একটি জায়গায় থাকার কথা ভাবতে পারেন! জেট ল্যাগ একটি উদ্বেগের কারণ হতে পারে! কিন্তু এ ধরনের একটি অনন্য অভিজ্ঞতার জন্য এটি কিছুই না। বাস্তবে ফিরে আসার আগে তাতে খাপ খাওয়ানোর জন্য হয়তো কিছু অতিরিক্ত সময় পরিকল্পনা করতে হবে।’
আজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১৪ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৫ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৭ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৭ দিন আগে