ফ্যাক্টচেক ডেস্ক
গত ১৪ ফেব্রুয়ারি ছিল সুন্দরবন দিবস। ২০০১ সাল থেকে এই দিনে দিবসটি পালন করা হয়। ওই দিনে ফেসবুকে ‘একই ঘটনা ঘটে গেল সুন্দরবনে’ ক্যাপশন দিয়ে পোস্ট করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। ফেসবুক রিলে পোস্ট করা ভিডিওটি আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে প্রায় দুই শ। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, বন্য পরিবেশে কয়েকটি বাঘ এক ব্যক্তির ওপর আক্রমণ করেছে। বাঘের আক্রমণ থেকে লোকটিকে বাঁচাতে পাশ থেকে গুলি ছোড়া হচ্ছে।ভিডিওটি থেকে কিছু অংশ কেটে নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএনের ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ৩০ জুনে পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে দেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ওই সময় চীনের পূর্বাঞ্চলের নিংবো শহরে এক ব্যক্তি টিকিট না কেটে দেয়াল টপকে চিড়িয়াখানায় প্রবেশ করেন এবং বাঘের আক্রমণের মুখে পড়েন। বাঘের আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়।
একই দিন বিবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম ঝাং। তিনি তাঁর দুই সন্তান, স্ত্রী এবং আরেকজন সহকর্মী ও তাঁর স্ত্রীসহ ইয়ংগার চিড়িয়াখানায় যান। চিড়িয়াখানায় প্রবেশের জন্য বাকিদের জন্য টিকিট কিনলেও ঝাং ও তাঁর বন্ধু টিকিট না কেটে দেয়াল টপকে চিড়িয়াখানায় প্রবেশের সিদ্ধান্ত নেন। পরে চিড়িয়াখানার তিন মিটার উঁচু দেয়াল টপকে ভেতরে প্রবেশ করতে গিয়ে ঝাং পড়ে যান এবং বাঘের মুখোমুখি হন। বাঘের আক্রমণে তাঁর মৃত্যু হয়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানও ওই সময় চীনা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই ঘটনার সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছিল।
অর্থাৎ, সুন্দরবনে মানুষকে বাঘের আক্রমণ, দাবিতে প্রচারিত ভিডিওটি অন্তত ৭ বছরের পুরোনো। চীনের পূর্বাঞ্চলের নিংবো শহরের ইয়ংগার চিড়িয়াখানায় এটি ঘটে।
গত ১৪ ফেব্রুয়ারি ছিল সুন্দরবন দিবস। ২০০১ সাল থেকে এই দিনে দিবসটি পালন করা হয়। ওই দিনে ফেসবুকে ‘একই ঘটনা ঘটে গেল সুন্দরবনে’ ক্যাপশন দিয়ে পোস্ট করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। ফেসবুক রিলে পোস্ট করা ভিডিওটি আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে প্রায় দুই শ। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, বন্য পরিবেশে কয়েকটি বাঘ এক ব্যক্তির ওপর আক্রমণ করেছে। বাঘের আক্রমণ থেকে লোকটিকে বাঁচাতে পাশ থেকে গুলি ছোড়া হচ্ছে।ভিডিওটি থেকে কিছু অংশ কেটে নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএনের ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ৩০ জুনে পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে দেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ওই সময় চীনের পূর্বাঞ্চলের নিংবো শহরে এক ব্যক্তি টিকিট না কেটে দেয়াল টপকে চিড়িয়াখানায় প্রবেশ করেন এবং বাঘের আক্রমণের মুখে পড়েন। বাঘের আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়।
একই দিন বিবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম ঝাং। তিনি তাঁর দুই সন্তান, স্ত্রী এবং আরেকজন সহকর্মী ও তাঁর স্ত্রীসহ ইয়ংগার চিড়িয়াখানায় যান। চিড়িয়াখানায় প্রবেশের জন্য বাকিদের জন্য টিকিট কিনলেও ঝাং ও তাঁর বন্ধু টিকিট না কেটে দেয়াল টপকে চিড়িয়াখানায় প্রবেশের সিদ্ধান্ত নেন। পরে চিড়িয়াখানার তিন মিটার উঁচু দেয়াল টপকে ভেতরে প্রবেশ করতে গিয়ে ঝাং পড়ে যান এবং বাঘের মুখোমুখি হন। বাঘের আক্রমণে তাঁর মৃত্যু হয়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানও ওই সময় চীনা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই ঘটনার সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছিল।
অর্থাৎ, সুন্দরবনে মানুষকে বাঘের আক্রমণ, দাবিতে প্রচারিত ভিডিওটি অন্তত ৭ বছরের পুরোনো। চীনের পূর্বাঞ্চলের নিংবো শহরের ইয়ংগার চিড়িয়াখানায় এটি ঘটে।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৪ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৭ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫