ফ্যাক্টচেক ডেস্ক
হলিউড তারকাদের সাথে এক ফ্রেমে মিঠুন চক্রবর্তী! ক্যাপশনে সামাজিক যোগাযাগ মাধ্যমে ভারতীয় অভিনেতা ও প্রযোজক মিঠুন চক্রবর্তীর একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে হলিউড চলচ্চিত্র ‘ডেডপুল থ্রি’র অভিনেতাদের সঙ্গে মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে। সুমন দত্ত নামের ভেরিফায়েড ফেসবুক পেজে গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মিঠুন চক্রবর্তীর ভাইরাল ছবিটি পোস্ট করা হয়। এতে আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত ২৯ হাজারের বেশি রিয়েকশন পড়েছে, এটি শেয়ার হয়েছে প্রায় চার শ বার।
আসলেই কি ডেডপুল থ্রির অভিনেতাদের সঙ্গে একই ফ্রেমে ছিলেন মিঠুন চক্রবর্তী?
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে ২০২৩ সালের ১২ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ভাইরাল ছবিটি ছাড়াও চলচ্চিত্র ডেডপুল থ্রিয়ের আরও অনেকগুলো ছবি পাওয়া যায়।
জার্মান ভাষার সংবাদ মাধ্যম গালাতেও একইদিনে প্রকাশিত এক প্রতিবেদনে ভাইরাল ছবিটি পাওয়া যায়। ছবিগুলোর কোথাও মিঠুন চক্রবর্তীর উপস্থিতি দেখা যায় না। ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান অল্ট নিউজের সহপ্রতিষ্ঠাতা মুহাম্মদ জোবায়ের তাঁর ভেরিফায়েড এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) গত ১০ ফেব্রুয়ারি মিঠুন চক্রবর্তীর ভাইরাল ছবিটি টুইট করে জানান, ডেডপুল থ্রিয়ের অভিনেতাদের সঙ্গে মিঠুন চক্রবর্তীর উপস্থিতির ছবিটি এডিট করা।
পরে আরও খুঁজে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে ২০২২ সালের ২৪ জুলাই মিঠুন চক্রবর্তীকে নিয়ে করা একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে ডেডপুল থ্রিয়ের অভিনেতাদের সঙ্গে থাকা মিঠুন চক্রবর্তীর ছবিটি পাওয়া যায়।
এ ছাড়া পোসটোস্ট নামের আরেকটি ভারতীয় ওয়েবসাইটে ২০২১ সালের ২১শে এপ্রিলে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে মিঠুন চক্রবর্তীর একই ছবি পাওয়া যায়। প্রতিবেদনটি ছিল অভিনেতা মিঠুনের ফ্যাশন সচেতনতা নিয়ে। এখানেও মিঠুনকে ভাইরাল ছবিটির মতো একই পোশাক অর্থাৎ লাল কালো পোশাক এবং একই রঙের বুট জুতা পরিহিত অবস্থায় দেখা যায়।
অর্থাৎ মিঠুন চক্রবর্তী ও ডেডপুল থ্রিয়ের অভিনেতাদের দুটি ভিন্ন ছবি এডিট করে আলোচিত ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে।
হলিউড তারকাদের সাথে এক ফ্রেমে মিঠুন চক্রবর্তী! ক্যাপশনে সামাজিক যোগাযাগ মাধ্যমে ভারতীয় অভিনেতা ও প্রযোজক মিঠুন চক্রবর্তীর একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে হলিউড চলচ্চিত্র ‘ডেডপুল থ্রি’র অভিনেতাদের সঙ্গে মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে। সুমন দত্ত নামের ভেরিফায়েড ফেসবুক পেজে গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মিঠুন চক্রবর্তীর ভাইরাল ছবিটি পোস্ট করা হয়। এতে আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত ২৯ হাজারের বেশি রিয়েকশন পড়েছে, এটি শেয়ার হয়েছে প্রায় চার শ বার।
আসলেই কি ডেডপুল থ্রির অভিনেতাদের সঙ্গে একই ফ্রেমে ছিলেন মিঠুন চক্রবর্তী?
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে ২০২৩ সালের ১২ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ভাইরাল ছবিটি ছাড়াও চলচ্চিত্র ডেডপুল থ্রিয়ের আরও অনেকগুলো ছবি পাওয়া যায়।
জার্মান ভাষার সংবাদ মাধ্যম গালাতেও একইদিনে প্রকাশিত এক প্রতিবেদনে ভাইরাল ছবিটি পাওয়া যায়। ছবিগুলোর কোথাও মিঠুন চক্রবর্তীর উপস্থিতি দেখা যায় না। ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান অল্ট নিউজের সহপ্রতিষ্ঠাতা মুহাম্মদ জোবায়ের তাঁর ভেরিফায়েড এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) গত ১০ ফেব্রুয়ারি মিঠুন চক্রবর্তীর ভাইরাল ছবিটি টুইট করে জানান, ডেডপুল থ্রিয়ের অভিনেতাদের সঙ্গে মিঠুন চক্রবর্তীর উপস্থিতির ছবিটি এডিট করা।
পরে আরও খুঁজে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে ২০২২ সালের ২৪ জুলাই মিঠুন চক্রবর্তীকে নিয়ে করা একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে ডেডপুল থ্রিয়ের অভিনেতাদের সঙ্গে থাকা মিঠুন চক্রবর্তীর ছবিটি পাওয়া যায়।
এ ছাড়া পোসটোস্ট নামের আরেকটি ভারতীয় ওয়েবসাইটে ২০২১ সালের ২১শে এপ্রিলে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে মিঠুন চক্রবর্তীর একই ছবি পাওয়া যায়। প্রতিবেদনটি ছিল অভিনেতা মিঠুনের ফ্যাশন সচেতনতা নিয়ে। এখানেও মিঠুনকে ভাইরাল ছবিটির মতো একই পোশাক অর্থাৎ লাল কালো পোশাক এবং একই রঙের বুট জুতা পরিহিত অবস্থায় দেখা যায়।
অর্থাৎ মিঠুন চক্রবর্তী ও ডেডপুল থ্রিয়ের অভিনেতাদের দুটি ভিন্ন ছবি এডিট করে আলোচিত ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৮ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
২১ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫