মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্টে ‘অবাক’ ‘বিরক্ত’ ভক্তরা
সাকিব আল হাসানকে চাইলে ‘রহস্য মানব’ বলতে পারেন ৷ তাঁকে বোঝা বড় কঠিন ৷ মাঠের পারফরম্যান্সের মতো মাঠের বাইরেও তিনি যেন সমান অলরাউন্ডার ৷ খেলা, ব্যক্তিগত ব্যস্ততা, দূতিয়ালি, নানা কাজে মুহূর্তের মধ্যেই জায়গা বদলে ফেলেন তিনি।