Ajker Patrika

সাকিবের ভাবনায় শুধুই আফগানিস্তান-শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৪: ৫৯
সাকিবের ভাবনায় শুধুই  আফগানিস্তান-শ্রীলঙ্কা

লম্বা সময় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। প্রস্তুতির কোনো কিছুই যেন বাদ রাখেননি কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। কেমন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল, এশিয়া কাপে তা দেখানোর সময়। অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য সর্ব প্রস্তুতির দলকে নিয়ে আশাবাদী। আজ টুর্নামেন্ট-পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এশিয়া কাপে অনেক দূর যাবে বাংলাদেশ।

পুরোনো দায়িত্ব নতুন মোড়কে পেলেন সাকিব। ওয়ানডে অধিনায়ক হওয়ার পর আজই প্রথমবার সংবাদ সম্মেলনে এলেন। আগামীকাল দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে কলম্বোর উদ্দেশে রওনা হবেন তাঁরা। ৩১ আগস্ট পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

এর আগে এশিয়া কাপের তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। এবার তারুণ্যনির্ভর বাংলাদেশ কেমন করবে, সেটাই ছিল প্রশ্ন। নিজের দল নিয়ে আশাবাদী সাকিব বললেন, ‘কোচ যেটা বলল, ভালো প্রস্তুতি হয়েছে। আমি যত দূর জেনেছি, খোঁজ-খবর নিয়েছি, সবাই ভালো প্রস্তুত অবস্থায় আছে। অনাকাঙ্ক্ষিতভাবে ইবাদত আমাদের দলের অংশ হতে পারছে না, ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। সে জায়গা থেকে আমাদের জন্য একটু ধাক্কা। তার পরও আমি বলব, যে ধরনের প্রস্তুতি এবং যে ধরনের স্কোয়াড আছে, আমর কাছে মনে হয় আমরা অনেক দূর যেতে পারব।’

তবে এর জন্য প্রথম রাউন্ড এবং ম্যাচ ধরে এগোতে চান সাকিবেরা। বাংলাদেশ দলের অধিনায়ক বললেন, ‘প্রথমে আমাদের চিন্তা করতে হবে, প্রথম দুটি ম্যাচ খেলতে হবে, আমাদের কোয়ালিফাই করতে হবে। আমরা একটা একটা ম্যাচ ধরে এগোতে চাই। এমন না যে একবারেই কোথায় যাব চিন্তা করছি। আমরা প্রতিটা ম্যাচ নিয়ে চিন্তা করব। ওইভাবে প্রস্তুতি নেব এবং ভালো রেজাল্ট করার চেষ্টা করব। যদি সুযোগ থাকে, সব ম্যাচ জেতার চেষ্টা করব।’

এশিয়া কাপের সর্বশেষ টুর্নামেন্টে প্রথম রাউন্ড উতরাতে পারেনি বাংলাদেশ। এবারও গ্রুপে পর্বে তারা খেলবে গতবারের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত