নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লম্বা সময় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। প্রস্তুতির কোনো কিছুই যেন বাদ রাখেননি কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। কেমন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল, এশিয়া কাপে তা দেখানোর সময়। অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য সর্ব প্রস্তুতির দলকে নিয়ে আশাবাদী। আজ টুর্নামেন্ট-পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এশিয়া কাপে অনেক দূর যাবে বাংলাদেশ।
পুরোনো দায়িত্ব নতুন মোড়কে পেলেন সাকিব। ওয়ানডে অধিনায়ক হওয়ার পর আজই প্রথমবার সংবাদ সম্মেলনে এলেন। আগামীকাল দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে কলম্বোর উদ্দেশে রওনা হবেন তাঁরা। ৩১ আগস্ট পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।
এর আগে এশিয়া কাপের তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। এবার তারুণ্যনির্ভর বাংলাদেশ কেমন করবে, সেটাই ছিল প্রশ্ন। নিজের দল নিয়ে আশাবাদী সাকিব বললেন, ‘কোচ যেটা বলল, ভালো প্রস্তুতি হয়েছে। আমি যত দূর জেনেছি, খোঁজ-খবর নিয়েছি, সবাই ভালো প্রস্তুত অবস্থায় আছে। অনাকাঙ্ক্ষিতভাবে ইবাদত আমাদের দলের অংশ হতে পারছে না, ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। সে জায়গা থেকে আমাদের জন্য একটু ধাক্কা। তার পরও আমি বলব, যে ধরনের প্রস্তুতি এবং যে ধরনের স্কোয়াড আছে, আমর কাছে মনে হয় আমরা অনেক দূর যেতে পারব।’
তবে এর জন্য প্রথম রাউন্ড এবং ম্যাচ ধরে এগোতে চান সাকিবেরা। বাংলাদেশ দলের অধিনায়ক বললেন, ‘প্রথমে আমাদের চিন্তা করতে হবে, প্রথম দুটি ম্যাচ খেলতে হবে, আমাদের কোয়ালিফাই করতে হবে। আমরা একটা একটা ম্যাচ ধরে এগোতে চাই। এমন না যে একবারেই কোথায় যাব চিন্তা করছি। আমরা প্রতিটা ম্যাচ নিয়ে চিন্তা করব। ওইভাবে প্রস্তুতি নেব এবং ভালো রেজাল্ট করার চেষ্টা করব। যদি সুযোগ থাকে, সব ম্যাচ জেতার চেষ্টা করব।’
এশিয়া কাপের সর্বশেষ টুর্নামেন্টে প্রথম রাউন্ড উতরাতে পারেনি বাংলাদেশ। এবারও গ্রুপে পর্বে তারা খেলবে গতবারের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে।
লম্বা সময় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। প্রস্তুতির কোনো কিছুই যেন বাদ রাখেননি কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। কেমন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল, এশিয়া কাপে তা দেখানোর সময়। অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য সর্ব প্রস্তুতির দলকে নিয়ে আশাবাদী। আজ টুর্নামেন্ট-পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এশিয়া কাপে অনেক দূর যাবে বাংলাদেশ।
পুরোনো দায়িত্ব নতুন মোড়কে পেলেন সাকিব। ওয়ানডে অধিনায়ক হওয়ার পর আজই প্রথমবার সংবাদ সম্মেলনে এলেন। আগামীকাল দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে কলম্বোর উদ্দেশে রওনা হবেন তাঁরা। ৩১ আগস্ট পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।
এর আগে এশিয়া কাপের তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। এবার তারুণ্যনির্ভর বাংলাদেশ কেমন করবে, সেটাই ছিল প্রশ্ন। নিজের দল নিয়ে আশাবাদী সাকিব বললেন, ‘কোচ যেটা বলল, ভালো প্রস্তুতি হয়েছে। আমি যত দূর জেনেছি, খোঁজ-খবর নিয়েছি, সবাই ভালো প্রস্তুত অবস্থায় আছে। অনাকাঙ্ক্ষিতভাবে ইবাদত আমাদের দলের অংশ হতে পারছে না, ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। সে জায়গা থেকে আমাদের জন্য একটু ধাক্কা। তার পরও আমি বলব, যে ধরনের প্রস্তুতি এবং যে ধরনের স্কোয়াড আছে, আমর কাছে মনে হয় আমরা অনেক দূর যেতে পারব।’
তবে এর জন্য প্রথম রাউন্ড এবং ম্যাচ ধরে এগোতে চান সাকিবেরা। বাংলাদেশ দলের অধিনায়ক বললেন, ‘প্রথমে আমাদের চিন্তা করতে হবে, প্রথম দুটি ম্যাচ খেলতে হবে, আমাদের কোয়ালিফাই করতে হবে। আমরা একটা একটা ম্যাচ ধরে এগোতে চাই। এমন না যে একবারেই কোথায় যাব চিন্তা করছি। আমরা প্রতিটা ম্যাচ নিয়ে চিন্তা করব। ওইভাবে প্রস্তুতি নেব এবং ভালো রেজাল্ট করার চেষ্টা করব। যদি সুযোগ থাকে, সব ম্যাচ জেতার চেষ্টা করব।’
এশিয়া কাপের সর্বশেষ টুর্নামেন্টে প্রথম রাউন্ড উতরাতে পারেনি বাংলাদেশ। এবারও গ্রুপে পর্বে তারা খেলবে গতবারের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
৫ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
৩৩ মিনিট আগেব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে রস্টন চেজের ডিরেক্ট থ্রোতে ভাঙল স্টাম্প। তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত দেওয়ার আগেই প্রধান কোচ ড্যারেন স্যামি শুরু করলেন উদযাপন। টিভি রিপ্লেতে দেখা যায়, পাকিস্তানের আবরার আহমেদ স্ট্রাইকপ্রান্তে পৌঁছানোর আগেই ভেঙে গেছে স্টাম্প। তাতেই ফুরোল ওয়েস্ট ইন্ডিজের ৩৪ বছরের অপেক্ষা।
১ ঘণ্টা আগেবসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৯ ঘণ্টা আগে