Ajker Patrika

মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্টে ‘অবাক’ ‘বিরক্ত’ ভক্তরা

মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্টে ‘অবাক’ ‘বিরক্ত’ ভক্তরা

সাকিব আল হাসানকে চাইলে ‘রহস্য মানব’ বলতে পারেন ৷ তাঁকে বোঝা বড় কঠিন ৷ মাঠের পারফরম্যান্সের মতো মাঠের বাইরেও তিনি যেন সমান অলরাউন্ডার ৷ খেলা, ব্যক্তিগত ব্যস্ততা, দূতিয়ালি, নানা কাজে মুহূর্তের মধ্যেই জায়গা বদলে ফেলেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে গত রাতে সাকিবের একটি রহস্যময় পোস্ট বেশ আলোচনায়। রাত সাড়ে ১১টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে লেখা হয়েছে, ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি…।’ এই পোস্ট দেওয়ার পর তৈরি হয় ধাঁধা। এই ধাঁধার উত্তর জানা গেল আজ সকাল ১১টা ৩৪ মিনিটে এক পোস্টে। একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য করা এই পোস্টে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘আমি খেলব না। খেলবে এবার বাংলাদেশ।’ 

সাকিবের এই পোস্টের পর দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আজ বিকেল ৩টা পর্যন্ত তাঁর ওই রহস্যময় পোস্টে এসেছে প্রায় পৌনে চার লাখ রিঅ্যাকশন। এর মধ্যে পৌনে তিন লাখ হা-হা রিঅ্যাকশন। মন্তব্য এসেছে প্রায় দেড় লাখ। শেয়ার হয়েছে ৪১ হাজার। বিষয়টি মানুষকে ধাক্কা দেওয়ার মতো বলেই এত বেশি ছড়িয়েছে তাঁর এই পোস্টটি ৷

আজ সকালে সাকিব যে পোস্টে রহস্য উন্মোচন করলেন, সেখানে বিভিন্ন মন্তব্যে বিস্ময় আর বিরক্তিই ফুটে উঠেছে বেশি ৷ আর সমানে হা-হা রিঅ্যাকশন ৷ একজন যেমন মন্তব্য করেছেন, ‘আমি জানতাম এই রকম কিছু হবে। কারণ, বাংলাদেশের মানুষ কথায় কথায় ট্রল করে। আর এই সুযোগটাই সদ্ব্যবহার করেছে।’ 

রফিকুল ইসলাম কামাল বলেছেন, ‘ভাই বিজ্ঞাপন করেন, টাকা কামান ৷ সমস্যা নেই, কিন্তু আপনার মতো একজন যদি লেইম পোস্ট করেন, ভালো দেখায় না ৷’ জমিরুল ইসলাম লিখেছেন, ‘নাটক তো ভালোই শিখেছেন ৷’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ওরে খেলোয়াড়।’ মোহাম্মদ সোহাগ মন্তব্য করেছেন, ‘গতকাল বিসিবির ঘুম কেড়ে নেওয়া হয়েছিল এই স্ট্যাটাসে কারণে ৷ হা হা ৷ আর আজকে বলতেছেন...৷’ মানুষের আবেগ নিয়ে না খেলার অনুরোধও আছে তাঁর প্রতি ৷ 

আগামী ২৭ আগস্ট সাকিবের নেতৃত্বে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশ দলের। এশিয়া কাপের অনুশীলনে সাকিব না থাকলেও শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ব্যক্তিগত ফিটনেস ট্রেনার নিয়ে গিয়ে সেখানে ভালোভাবেই প্রস্তুতি সেরেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত