Ajker Patrika

খারাপ করলেও ফাইনালে ওঠার সুযোগ পাচ্ছেন সাকিব-লিটনরা

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২০: ১৮
খারাপ করলেও ফাইনালে ওঠার সুযোগ পাচ্ছেন সাকিব-লিটনরা

আজ ফাইনালে ওঠার সুযোগ ছিল সাকিব আল হাসান-লিটন দাসদের। তবে সেই সুযোগ হাতছাড়া হয়েছে তাঁদের দল গল টাইটানসের। লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে ডাম্বুলা অরার কাছে ৬ উইকেটে হারায়। 

ফাইনালে ওঠার ম্যাচে ১৪৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সহজেই জয় পায় ডাম্বুলা। লক্ষ্যটা খুব বড় না হওয়ায় দলের আভিস্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিসের ৩৩ রানের উদ্বোধনী জুটিটা মন্দ ছিল না। আভিস্কা ২৪ রানে আউট হওয়ার পর সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে আরেকটি ত্রিশোর্ধ্ব জুটি গড়েন মেন্ডিস। তবে দলের জয়ে কুশল পেরেরাকে নিয়ে বড় জুটিটা গড়েন তিনি। ৪৯ রানে আউট তৃতীয় ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ফাইনালে ওঠার কাজটা প্রায় শেষ করে দিয়েছেন তিনি। চতুর্থ উইকেটে ৬৯ রানের জুটি গড়েন দুজনে।

জয়ের বাকি কাজটুকু সারেন ফিফটি করা পেরেরা। তবে দল যখন জয় থেকে ১ রান দূরে ঠিক তখনই ৫৩ রানে আউট হন তিনি। অ্যালেক্স রোস ১ রান নিলে ৬ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করে ডাম্বুলা। ১ রানের জন্য ফিফটি হাতছাড়া হলেও ম্যাচসেরা হয়েছেন মেন্ডিজ। সর্বশেষ দুই ম্যাচে কিপটে বোলিংয়ের সঙ্গে উইকেট নিয়ে দলকে ম্যাচ জেতালেও আজ পারেননি সাকিব। ৪ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১৪৬ রান পায় গল। ফাইনালে ওঠার ম্যাচে শুরু থেকে ধাক্কা খায় গল। ইনিংসের দ্বিতীয় বলেই কোনো রান না করেই আউট হয় ভানুকা রাজাপক্ষে। দুইয়ে নেমে ভালো কিছু করার সুযোগ পেলেও আজও ব্যর্থ হয়েছেন লিটন। লঙ্কা লিগে অভিষেক ম্যাচে ১ রান করা বাংলাদেশি ওপেনার আজ করতে পেরেছেন ৮ রান। 

 ২৫ রানে ২ উইকেট হারানোর পর সাকিবের সঙ্গে শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা করেন লাসিথ ক্রুসপাল্লে। তৃতীয় উইকেটে ৩৮ বলে ৫১ রানের জুটি গড়েন দুজনে। তবে ১৯ রানে সাকিব আউট হওয়ার পর একের পর এক সতীর্থর আসা-যাওয়া দেখতে থাকেন ক্রুসপাল্লে। দলের নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৬১ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ১৪৬ রানের লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি। পরে অবশ্য তাঁর সতীর্থরা প্রতিপক্ষদের আটকাতে পারেননি। 

তবে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাবেন সাকিব-লিটনরা। পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকায় এই সুযোগ পাচ্ছেন তাঁরা। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাঁদের প্রতিপক্ষ হবে বি-ল্যাভ ক্যান্ডি কিংবা জাফনা কিংস। আজ এলিমিনেটরের ম্যাচে এই দুই দলের মধ্যে যে জিতবে, তাদের সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে গল। ম্যাচটি ১৯ আগস্ট হবে কলম্বোয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত