Ajker Patrika

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ২০: ০৩
তামিমকে নিয়ে যা বললেন সাকিব

তামিম ইকবাল দায়িত্ব ছেড়ে দেওয়ার পর দ্বিতীয় দফায় ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। এশিয়া কাপ দিয়েই শুরু হবে অধিনায়ক সাকিবের দ্বিতীয় পর্ব। মহাদেশীয় লড়াইয়ে নামতে আগামীকাল দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে কলম্বোর উদ্দেশে রওনা হবেন তাঁরা। ৩১ আগস্ট পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ।

সাকিবের নেতৃত্বে বাংলাদেশ দল যখন এশিয়া কাপ খেলতে যাচ্ছে, তামিম ইকবাল তখন মাঠে ফেরার লড়াই করছেন নিউজিল্যান্ড ও বিশ্বকাপে চোখ রেখে। পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এই বাঁহাতি ব্যাটার। নিউজিল্যান্ড সিরিজ দিয়েই ফেরার কথা তাঁর। তবে এর আগে তামিম ফিট হয়ে উঠবেন কি না, তা সময়ই বলে দেবে।

এর আগে সাকিব আল হাসান জানিয়েছেন, বিশ্বকাপে তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি দলে খুবই গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে তামিম ইস্যুটাও স্বাভাবিকভাবে এল। অভিজ্ঞ এই ব্যাটার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ? এর উত্তরে সাকিব বললেন, যেকোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। তবে দলকে তারা কতটুকু দিতে পারবে সেটার ওপর নির্ভর করে সবকিছু। অবশ্যই অভিজ্ঞতার তো দাম আছেই। তারা দলে থাকলে কন্ডিশন বা বড় বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা কাজে লাগে। সেগুলো শেয়ার করলে, বিশেষত যারা নতুন এসেছে তাদের জন্য সহজ হয়ে যায়।

তামিম ইকবালের জায়গায় সুযোগ পাওয়া তানজিদ হাসান তামিমকে নিয়েও আশাবাদী সাকিব, ‘আমি অনেক আশাবাদী। শুধু আমি না পুরো টিমই অনেক আশাবাদী ও (জুনিয়র তামিম) অনেক ভালো করবে। এর মানে এই না, এই দুই ম্যাচ বা চার ম্যাচ ও যদি ভালো না খেলে, তাহলে ও ভালো হতে পারবে না। আবার এমন না যে এই চার ম্যাচ ভালো করলেই ও ভালো খেলোয়াড় হয়ে যাবে। সামনে অনেক সময় আছে। আমি যেটা আশা করব ওর থেকে, ও যেটা করে আসছে গত কিছুদিনের পারফরম্যান্সে, যে জায়গায় খেলেছে—এমন পারফরম্যান্সটাই করে এবং উপভোগ করে খেলাটা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত