নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০১৮-এর নিদাহাস ট্রফি থেকে শুরু। এর পর থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই অন্য রকম এক আবহ। মাঠের লড়াই হোক বা সামাজিকমাধ্যমে, দুই দলের মধ্যে লড়াই চলে সমানে সমানে। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথাতেও এসেছে সেই প্রসঙ্গ।
সংযুক্ত আরব আমিরাতে হওয়া গত বছরের এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। কোনো ম্যাচ না জিতেই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। যেখানে দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে ২ উইকেটে ম্যাচ জেতে শ্রীলঙ্কা। ম্যাচ জয়ের পর ‘নাগিন ড্যান্সের’ মতো উদযাপন করেন লঙ্কান ক্রিকেটাররা। তার আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতেছিল শ্রীলঙ্কা। যেখানে লিটন দাস, লাহিরু কুমারার তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এবারও শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ। ৩০ আগস্ট পাল্লেকেলেতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এমনকি এই ম্যাচের টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে মিরপুরে আজ সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আমি কিছু জানি না। তবে সম্প্রতি দুই দলই একে অপরের বিপক্ষে দারুণ খেলেছে, বিশেষ করে গত এশিয়া কাপে। আমি মনে করি, দুই দলই আমাদের দারুণ চ্যালেঞ্জ জানাতে পারবে। কীভাবে তাদের বিপক্ষে সুবিধা করতে পারি, সেই কৌশলেই আমরা এগোব।’
পাল্লেকেলের পর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যেখানে এ বছর জুলাইয়ে ঘরের মাঠে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হেরেছে আফগানদের বিপক্ষে। তার আগে জুনে শ্রীলঙ্কায় হয়েছে শ্রীলঙ্কা-আফগানিস্তান দ্বিপক্ষীয় সিরিজ। প্রথম ম্যাচ লঙ্কানরা হারলেও পরের দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে সিরিজ জিতেছে তারা। লঙ্কা-আফগানদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং মনে করছেন হাথুরুসিংহে, ‘অবশ্যই। দ্বিতীয় রাউন্ডে ওঠা আমাদের প্রথম লক্ষ্য। যেহেতু আপনারা বলেছেন, আমরা শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাঠে খেলছি। তারা তাদের মাঠে বেশ দারুণ দল। এরপর আমরা আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানে খেলব এবং যেখানে তারা (আফগানিস্তান) কদিন আগে সিরিজ জিতেছে। বড় চ্যালেঞ্জ আছে। তবে আমরা সে জন্য প্রস্তুত।’
২০১৮-এর নিদাহাস ট্রফি থেকে শুরু। এর পর থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই অন্য রকম এক আবহ। মাঠের লড়াই হোক বা সামাজিকমাধ্যমে, দুই দলের মধ্যে লড়াই চলে সমানে সমানে। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথাতেও এসেছে সেই প্রসঙ্গ।
সংযুক্ত আরব আমিরাতে হওয়া গত বছরের এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। কোনো ম্যাচ না জিতেই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। যেখানে দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে ২ উইকেটে ম্যাচ জেতে শ্রীলঙ্কা। ম্যাচ জয়ের পর ‘নাগিন ড্যান্সের’ মতো উদযাপন করেন লঙ্কান ক্রিকেটাররা। তার আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতেছিল শ্রীলঙ্কা। যেখানে লিটন দাস, লাহিরু কুমারার তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এবারও শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ। ৩০ আগস্ট পাল্লেকেলেতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এমনকি এই ম্যাচের টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে মিরপুরে আজ সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আমি কিছু জানি না। তবে সম্প্রতি দুই দলই একে অপরের বিপক্ষে দারুণ খেলেছে, বিশেষ করে গত এশিয়া কাপে। আমি মনে করি, দুই দলই আমাদের দারুণ চ্যালেঞ্জ জানাতে পারবে। কীভাবে তাদের বিপক্ষে সুবিধা করতে পারি, সেই কৌশলেই আমরা এগোব।’
পাল্লেকেলের পর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যেখানে এ বছর জুলাইয়ে ঘরের মাঠে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হেরেছে আফগানদের বিপক্ষে। তার আগে জুনে শ্রীলঙ্কায় হয়েছে শ্রীলঙ্কা-আফগানিস্তান দ্বিপক্ষীয় সিরিজ। প্রথম ম্যাচ লঙ্কানরা হারলেও পরের দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে সিরিজ জিতেছে তারা। লঙ্কা-আফগানদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং মনে করছেন হাথুরুসিংহে, ‘অবশ্যই। দ্বিতীয় রাউন্ডে ওঠা আমাদের প্রথম লক্ষ্য। যেহেতু আপনারা বলেছেন, আমরা শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাঠে খেলছি। তারা তাদের মাঠে বেশ দারুণ দল। এরপর আমরা আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানে খেলব এবং যেখানে তারা (আফগানিস্তান) কদিন আগে সিরিজ জিতেছে। বড় চ্যালেঞ্জ আছে। তবে আমরা সে জন্য প্রস্তুত।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৭ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
১০ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
১০ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১১ ঘণ্টা আগে