Ajker Patrika

দলের সঙ্গে যাওয়া হচ্ছে না লিটনের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১২: ২১
Thumbnail image

এশিয়া কাপ খেলতে আজ শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ দল। এর মধ্যে বিমানবন্দরের ভেতরে ঢুকেছেন তাসকিন আহমেদ-সাকিব আল হাসানরা। তবে দলের সঙ্গে যাওয়া হচ্ছে না ওপেনার লিটন দাসের। 

বিসিবি সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে দলের সঙ্গে যাচ্ছেন না লিটন। জ্বরে ভুগছেন তিনি। একই ফ্লাইটে দলের সঙ্গে যেতে পারছেন না তরুণ পেসার তানজিম হাসান সাকিবও। 

ইবাদত হোসেনের চোটে শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন তানজিম হাসান। দেরিতে দলে অন্তর্ভুক্ত হওয়ায় আজকের ফ্লাইটে টিকিট হয়নি তাঁর। 

রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমের সামনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাসকিন আহমেদ। বিমানবন্দরে তিনি বলেছেন, ‘সামনে যেহেতু বিশ্বকাপও আছে, আমাদের লক্ষ্য, সবাই সেরা ক্রিকেটটা খেললে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব কিছু না। সবাই দোয়া করবেন আমরা যেন সেরা ক্রিকেটটা খেলতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত